কেপটাউন, 2 জানুয়ারি: সেঞ্চুরিয়নে মাত্র তিনদিনে ইনিংস হারের ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর পালা ৷ কিন্তু, কেপটাউনের নিউল্যান্ডসে সেই কাজটা আরও কঠিন হতে চলেছে মেন ইন ব্লু-র জন্য ৷ অজিদের জন্য গাব্বা যদি হয় দুর্ভেদ্য দুর্গ ৷ তবে, প্রোটিয়াদের ক্ষেত্রে দুর্ভেদ্য দুর্গ হল নিউল্যান্ডস স্টেডিয়াম ৷ যেখানে ফের একবার কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার এবং মার্কো ইয়ানসেনদের চ্যালেঞ্জের সামনে ভারতীয় ব্যাটিং ৷ যেখানে এবার জুড়তে চলেছেন লুঙ্গি এনগিডি ৷ আর তাঁর সামনে টেস্ট ক্রিকেটে বরাবর নড়বড়ে ভারতীয় টপঅর্ডার ৷
'সেনা' কান্ট্রিগুলির মধ্যে একমাত্র দেশ দক্ষিণ আফ্রিকা ৷ যেখানে ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন এখনও অধরা ৷ আর সেই অধরা স্বপ্নকে সফল করতে হলে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে অধিনায়ক রোহিত শর্মাকে ৷ প্রথম টেস্টের দুই ইনিংসে যাঁর ব্যাটে সাকুল্য মোট রান মাত্র 5 ৷ দ্বিতীয় ইনিংসে তো রানের খাতা খুলতেই পারেননি রোহিত ৷ তাই ব্যাটহাতে তাঁকে রান করতেই হবে কেপটাউনের দ্বিতীয় টেস্টে ৷ পাশাপাশি, বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটিংয়ের দুর্দশা একই রয়ে গিয়েছে ৷
কেরিয়ারে মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলা ওপেনার যস্বশী জয়সওয়ালও প্রথম টেস্টে ব্যর্থ ৷ দুই ইনিংসেই নান্দ্রে বার্গারের গতি ও বাউন্সের সামনে পরাস্ত হয়েছিলেন তিনি ৷ প্রায় তিনবছর ধরে ভারতীয় টেস্ট দলে নিয়মিত শুভমন গিল ৷ কিন্তু, বিদেশের মাটিতে তাঁর ব্যাটে রান যেন 'ডুমুরের ফুল' ৷ তাই তিননম্বরে খেলা শুভমনের ব্যাটেও রান চাইবে টিম ম্যানেজমেন্ট ৷ আর পাঁচনম্বরে শ্রেয়স আইয়ারের বড় পরীক্ষা নিজের জায়গা বাঁচানোর ৷ ওয়ান-ডে ও টি-20 ফরম্যাটে তাঁর ব্যাটিং কাজে এলেও, টেস্ট ক্রিকেটের জন্য আদউ তিনি কতটা যোগ্য ? প্রশ্ন তো রয়েছে ৷
ভারতের এই ব্যাটিং লাইনআপে ভরসার পাত্র বলতে গেলে বিরাট কোহলি এবং কেএল রাহুল ৷ বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে কীভাবে ব্যাটিং করতে হয়, তা বিরাটের থেকে ভালো কেউ জানতে পারেন না ৷ এমনকি অধিনায়ক রোহিতও নন ৷ আর টেস্ট দলে কামব্যাকে কেএল রাহুল ফের একবার নিজেকে প্রমাণ করলেন ৷ সেঞ্চুরিয়নের 'সেঞ্চুরিয়ন' বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে 'ক্লাসিক' লোকেশ রাহুল বলা হয় ৷