পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলি-রোহিতের ব্যর্থতার দিনে সেঞ্চুরিয়নে ভরসা রাহুল, তৃতীয় সেশনে বাধ সাধল বৃষ্টি - চা বিরতির আগে 7 উইকেট খুইয়ে চাপে ভারত

South Africa vs India 1st Test: দক্ষিণ আফ্রিকার মাটিতে 'পরম্পরা' বদলে বদলা নেওয়ার আশা অনেকখানি কঠিন হয়ে গেল প্রথম দিনেই ৷ চা বিরতির আগে 7 উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল ৷ শেষমেষ কেএল রাহুলের লড়াকু ব্যাটিংয়ে 200 রানের গণ্ডি টপকায় রোহিত ব্রিগেড ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 7:20 PM IST

Updated : Dec 26, 2023, 10:33 PM IST

সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর:রেনবো নেশনে 'অধরা মাধুরী'কে ধরার বার্তা দিয়ে মাঠে নেমেছে রোহিত ব্রিগেড ৷ কিন্তু অধিনয়াক রোহিত শর্মার নেতৃত্বেও ছবিটা একই রয়ে গেল ৷ প্রথম দিন সেঞ্চুরিনে ভারতের হাল বেশ সঙ্গীন ৷ স্কোরবোর্ডে রান মাত্র 208 ৷ মধ্যাহ্ন ভোজনের আগেই একের পর ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা-শুভমন গিল-যশস্বী জওসওয়ালরা ৷ বিরতির আগে শ্রেয়স আইয়ার-বিরাট কোহলিদের দেখে মনে হয়েছিল হয়তোবা মান বাঁচাতে পারবেন তাঁরা ৷ কিন্তু সে আশা পূর্ণ হল না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ৷ বিরাট-শ্রেয়স কেউই ভরসা দিতে পারেননি ৷ আশা জাগালেন একমাত্র কেএল রাহুল ৷ অন্যদিকে প্রোটিয়া বোলিংয়ে দাপট কগিসো রাবাদার ৷ তিনি একাই ফেরান পাঁচ ব্যাটারকে ৷

দিনের শুরুতেই এদিন আগ্রাসী ব্যাটিং বিপদে ফেলে রোহিত শর্মাকে ৷ তিনি ঘরে ফেরেন মাত্র 5 রানে ৷ শিকারী রাবাদা ৷ ব্যর্থ তরুণ গিল এবং যশস্বীও ৷ 24 রানে 3 উইকেট খোয়ানোর পর 68 রানের পার্টনারশিপ গড়েন বিরাট-শ্রেয়স ৷ দু'জনেই ফিরে যান ক্রিজে থিতু হওয়ার পরেও ৷ রাবাদার ইনস্য়ুইং বুঝতে না পেরে 31 রানের মাথায় বোল্ড হন শ্রেয়স ৷ আর বিরাটকে ভোগাল সেই অফস্টাম্পের বাইরের 'অনিশ্চয়তার করিডোর' ৷ এর আগেও এই ফাঁদে পা দিয়েছেন বিরাট ৷ কখনও অস্ট্রেলিয়া, কখনও দক্ষিণ আফ্রিকা জায়গা বদলালেও ছবিটা বদলায়নি ৷ এদিনও একইভাবে 38 রানের মাথায় বাইরের বল খোঁচা দিতে গিয়ে আউট হন তিনি ৷

রবিচন্দন অশ্বিন এবং শার্দূল ঠাকুরকেও ড্রেসিংরুমের পথ দেখান সেই রাবাদাই ৷ 2010 সালে শেষবার প্রোটিয়াভূমে টেস্ট সিরিজ ড্র করেছিল ভারতীয় দল ৷ 2018 সাল থেকেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটিং বিপর্যয়ের এই পরম্পরা অব্যহত ৷ 2018 সালেও মাত্র একটি ইনিংসে 300 রানের গন্ডি পার করেছিল ভারতীয় দল ৷ তিন ম্যাচের এই টেস্ট সিরিজে 2-1 সিরিজ হারে ভারত ৷

2022 সালেও শুধুমাত্র সেঞ্চুরিয়নেই 327 রান তুলে ম্যাচ জিতেছিল ভারত ৷ সেই ম্যাচেও শতরান করেছিলেন রাহুল ৷ যদিও সিরিজ সেবারও হারতে হয়েছিল 2-1 ফলাফলেই ৷ এই ম্যাচেও তাঁর ব্যাটিংই একমাত্র আস্থা জোগাল রোহিত ব্রিগেডকে ৷ তাঁর লড়াকু অর্ধশতরানের জেরেই প্রথম ইনিংসে 200 রানের গণ্ডি টপকাল ভারত ৷ খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার আগে পর্যন্ত 10টি চার ও 2টি ছয়ের সাহায্যে তিন করেন 70 রান ৷ ভারতের বর্তমান সংগ্রহ 8 উইকেটে 208 রান ৷ ক্রিজে রাহুলের সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ ৷ রাবাদা এদিন মাত্র 44 রান খরচ করে পেয়েছেন 5 উইকেট ৷ 2টি উইকেট পেয়েছেন নান্দ্রে বার্জার ৷ একটি উইকেট পেয়েছেন মার্কো জানসেন ৷ ম্যাচের 20 ওভার চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান অধিনায়ক তেম্বা বাভুমা ৷ তাঁর খেলা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ব্যর্থ টপ অর্ডার, সেঞ্চুরিয়নে দলকে টানছেন বিরাট শ্রেয়স; মধ্যাহ্নভোজে ভারত তিন উইকেট খুইয়ে 91
  2. অধিনায়ক রোহিতের প্রথম বক্সিং-ডে টেস্ট, সেঞ্চুরিয়নে টস জিতে বোলিং প্রোটিয়াদের
  3. অধিনায়ক রোহিতের প্রথম বক্সিং-ডে টেস্ট, সেঞ্চুরিয়নে টস জিতে বোলিং প্রোটিয়াদের
Last Updated : Dec 26, 2023, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details