পোর্ট এলিজাবেথ, 12 ডিসেম্বর: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা ৷ প্রথম টি-20 বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্য়াচে পোর্ট এলিজাবেথেই প্রথমবার মহারণে নামছে ভারত ও দক্ষণ আফ্রিকা ৷ টসে জেতেন এইডেন মার্করাম ৷ পিচ অনেকক্ষণ কভারের তলায় ছিল তাই সেই আর্দ্রতা কাজে লাগানোর কথা ভেবেই এই সিদ্ধান্ত জানালেন তিনি ৷ অন্যদিকে সূর্য জানিয়েছেন তিনি খুশি এই সিদ্ধান্তে ৷
প্রথম ম্যাচ ভাসিয়ে নিয়ে গিয়েছিল বর্ষারানির খামখেয়ালি ৷ তবে এই ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি বাধ সাধেনি ৷ নির্ধারিত সময়েই হল টস ৷ তরুণ ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার কঠিন পিচে কীভাবে মানিয়ে নেয়, সেটাই এখন দেখার ৷ অধিনায়ক সূর্য তাঁর ওপেনার হিসাবে বেছে নিয়েছেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে ৷ তাঁদের ওপরে যে অনেকখানি নির্ভর করবে গোটা দলের সাফল্য তা বলাই বাহুল্য ৷
ওপেনিং পার্টনারশিপ বড় করতে পারলে রানের পাহাড় তৈরির সুযোগ হয়ে যেতে পারে সহজেই ৷ রিঙ্কু সিং, জিতেশ শর্মারাও শেষের দিকে কতখানি সাহায্য় করতে পারেন সেদিকে নজর থাকবে সকলের ৷ মার্কো জানসেন, জিরাল্ড কোয়েটজে বেশ ভালো ফর্মে ছিলেন গত ওয়ান ডে বিশ্বকাপে ৷ সেই ফর্ম ধরে রেখে ঘরের মাঠে কতটা ঘাতক হয়ে উঠতে পারেন তাঁরা সেটাই এখন দেখার ৷ অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজেও নেতৃত্বে ছিলেন সূর্য ৷ তাঁর নেতৃত্বেই জয় তুলে নিয়েছিল ভারতীয় দল ৷ তিনি নিশ্চয় চাইবেন এই সিরিজও সুন্দরভাবে শুরু করুক ভারতীয় দল ৷