জোহানেসবার্গ, 17 ডিসেম্বর:এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ান-ডে'তে মুখোমুখি কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ৷ রবিবার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সাউথ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে প্রথমে বল করতে পাঠালেন রাহুল ব্রিগেডদের ৷ এই ম্য়াচে অভিষেক করলেন ভারতের সাই সুদর্শন। তাঁর হাতে অভিষেক ক্যাপ তুলে দেন কেএল রাহুল। শেষবার এই দুই দল 50 ওভারের ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সদ্য সমাপ্ত ওয়ান-ডে বিশ্বকাপে, যেখানে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রভাবশালী জয় অর্জন করে। আজ সাউথ আফ্রিকা চাইবে সেই বদলা নিতে ৷ এই ম্যাচে গোলাপি জার্সি পরে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ব্রেস্ট ক্যানসারের বিরুদ্ধে সচেতনা বাড়াতে তাদের এই পদক্ষেপ।
টস জিতে প্রোটিয়া বাহিনীর অধিনায়ক বলেন, "আমরা প্রথমে ব্যাট করব। ব্যবহৃত উইকেট, আমরা প্রথমে ব্যাট করতে চাই, আমরা দুই স্পিনারকে নিয়ে খেলছি। এটি একটি চমৎকার দিন ৷ ক্রিকেটপ্রেমীদের জন্য হ্যাটস অফ... আশা করছি দুই দলই তাদের জন্য চমৎকার একটি প্রদর্শন করতে পারবে। নান্দ্রে বার্গারের আজ অভিষেক হচ্ছে ৷ তার কাছে এটা বিশেষ দিন। সুযোগ খুবই গুরুত্বপূর্ণ, আজকের চেয়ে ভালো আর কিছুই নেই।
এদিন টসের পর ভারত অধিনায়ক কেএল রাহুল জানান, সাই সুদর্শনের আজ অভিষেক হচ্ছে। এমন কয়েকজনের নাম রয়েছে যারা প্রচুর আইপিএল ক্রিকেট খেলেছেন। রুতুরাজ ভালো করেছে, তিলককে উত্তেজনাপূর্ণ মনে হচ্ছে, সঞ্জু সবসময়ই উত্তেজনাপূর্ণ। আমরা অক্ষর, কুলদীপকে পেয়েছি ভালো স্পিন করবে। তারা জানে চাপ কী এবং কীভাবে এটি পরিচালনা করতে হয়। তারা সকলেই আইপিএল অভিজ্ঞতা নিয়ে আসে, আশা করি এটি তাদের এখানে সাহায্য করবে এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারবে।