কেপটাউন, 3 জানুয়ারি:নিউল্যান্ডসে দুর্ধর্ষ মহম্মদ সিরাজ ৷ দ্বিতীয় টেস্টে প্রথম দু'ঘণ্টাতে শেষ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৷ 55 রানে গুটিয়ে গেল প্রোটিয়ারা ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এটাই সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার ৷ একই সঙ্গে 92 বছর পর সবচেয়ে কম রানের ইনিংস রেনবো নেশনের ৷ 1932 সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে 36 রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ তবে ঘরের মাঠ নিউল্যান্ডসে 132 বছরের সর্বনিম্ন রানের ইনিংসও এদিন ছাপিয়ে গেল ডিন এলগাররা ৷
টসে হারলেও বল হাতে প্রথম ঘণ্টার ফায়দা তুলে নেন ভারতীয় পেসাররা ৷ একাই প্রোটিয়া ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন সিরাজ ৷ তাঁর স্যুইংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন এডেইন মার্করাম, ডিন এলগার, টনি ডি'জর্জিরা ৷ প্রথম ভারতীয় বোলার হিসেবে নিউল্যান্ডসে 6 উইকেট শিকার করে ইতিহাসের খাতাতেও নাম তুললেন সিরাজ ৷
প্রোটিয়াদের স্কোরকার্ড বুধবার দেখালো ফোন নম্বরের মতো ৷ এর আগেও ভারতীয় বোলাররা নিউল্যান্ডসের সবুজ মাঠের ফায়দা তুলেছেন ৷ 2022 সালে এই মাঠেই 42 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ এদিনও দুটি উইকেট নেন তিনি ৷ এর আগে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে ইনিংসে হারের ক্ষত শুকানোর আগেই পালটা আঘাত দিলেন ভারতীয় বোলাররা ৷ দিনের শুরুতেই সিরাজের শিকার হন এলগার ৷ আর সেই ধস সামাল দিতে পারেনি টপ-অর্ডার প্রোটিয়া ব্যাটাররা ৷ শার্দূল ঠাকুরের বদলে দলে আসা বাংলার মুকেশ কুমারও অভিষেক টেস্টে বল হাতে সতীর্থদের সঙ্গ দেন ৷ 2 ওভার হাত ঘুরিয়ে কোনও রান না-দিয়ে 2টি উইকেট নেন মুকেশ ৷
কেপটাউন বরাবরই বোলারদের স্বর্গোদ্যান হিসেবে পরিচিত ৷ এর আগে এই মাঠে প্রোটিয়াদের সর্বনিন্ম স্কোর ছিল 97 ৷ 1892 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এভাবেই ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ৷ সেই রেকর্ড এদিন ভেঙে দেন ভারতীয় বোলারারা ৷ এমনকী ভারতের বিরুদ্ধে সর্বনিন্ম স্কোরের ক্ষেত্রেও এদিন তৈরি হল নতুন রেকর্ড ৷ সিরাজ-বুমরা-মুকেশদের দাপটে ভারতের বিরুদ্ধে লজ্জার ইনিংস 'উপহার' দেন প্রোটিয়া ব্যাটাররা ৷ এর আগে 2015 সালে নাগপুর টেস্টে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর ছিল 79 ৷ 9 বছর পর ঘরের মাঠে লজ্জার রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা ৷
আরও পড়ুন:
- ইতিহাসে সিরাজ, হাফডজন শিকারে প্রোটিয়াদের লজ্জা বাড়ালেন তারকা পেসার
- '50 ওভারের ক্রিকেটে ব্যাটিং সম্পর্কে কোনও ধারণা নেই সূর্যের', মত নাসেরের
- কেপটাউনে প্রোটিয়াদের সামনে লিটমাস 'টেস্ট' ভারতের