সেন্ট জর্জস পার্ক, 20 ডিসেম্বর: আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই নিজের জাত চেনালেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ওপেনার টনি ডে জর্জি ৷ তাঁর প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির হাত ধরে ভারতের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা ৷ সেই সঙ্গে ব্যাট হাতে ওপেনিংয়ে কুইন্টন ডি’ককের বিকল্পের সন্ধানও কি শেষ হয়ে গেল প্রোটিয়াদের ? মঙ্গলবার সেন্ট জর্জস পার্কে সেই প্রশ্নই তুলে দিল ৷ ডি'ককের মতোই আগ্রাসী, আবার পরিস্থিতি বুঝে আগ্রাসনে লাগাম দেওয়ার অনায়াস দক্ষতা- ভারতের বিরুদ্ধে 8 উইকেটে জয়ে এমনই পরিণতিবোধ দেখা গেল তরুণ ওপেনারের মধ্যে ৷
মঙ্গলবার দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে ভারতের বিরুদ্ধে 122 বলে 119 রানের অপরাজিত ইনিংস খেলেন টনি ৷ যে পিচে ভারতীয় ব্যাটারদের শট নিতে সমস্যা হচ্ছিল সেখানেই অনায়াসে সিঙ্গলস ও ডাবলসের সঙ্গে স্কোরবোর্ডকে সচল রাখলেন ৷ সঙ্গে বড় শট তো ছিলই ৷ মোট 9টি বাউন্ডারি এবং 6টি ওভার-বাউন্ডারি মেরেছেন টনি জর্জি ৷ কুইন্টন ডি’কক যেমন শুরুতেই প্রতিপক্ষ বোলারের উপর চেপে বসতেন, টনির ক্ষেত্রেও সেই একই আগ্রাসন দেখা গেল ৷ সেই সঙ্গে ভালো বলকে সম্মান দিতেও দেখা গেল তাঁকে ৷ পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর ডি’কক অবসর নিয়েছেন ৷ আর তার ঠিক পরের সিরিজেই তরুণ এই বাঁ-হাতির ডি’ককের সেই অভাব বুঝতেই দিলেন না ৷
টনি জর্জির সেঞ্চুরি ছাড়া হাফ সেঞ্চুরি করলেন আরেক ওপেনার রিজা-হেনড্রিকস ৷ তিনি 81 বলে 52 রান করেছেন ৷ তবে ক্রিজে থাকাকালীন একবারও নিজের চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে ৷ মাটি আঁকড়ে পড়ে থাকার মানসিকতা দেখালেও, কখনই সেই খোলস থেকে বেরিয়ে আসতে পারেননি রিজা ৷ 42.3 ওভারে 2 উইকেট হারিয়ে 215 রান তুলে জিতেছে দক্ষিণ আফ্রিকা ৷ ভারতের হয়ে একটি উইকেট পেয়েছেন আর্শদীপ সিং ৷ আর ওয়ান-ডে অভিষেক ম্যাচে ব্যাট হাতে তেমন প্রভাবিত করতে না পারলেও বল হাতে রাসি ভ্যান ডার ডুসেনের উইকেট তুলে নিলেন রিঙ্কু সিং ৷
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ান-ডে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ৷ এবার আগামিকাল অর্থাৎ, 21 ডিসেম্বর পার্লে তৃতীয় তথা ফাইনাল ওয়ান-ডে খেলতে নামবে দুই দল ৷ সিরিজ ফয়সলার এই ম্যাচে বড় পরীক্ষা হতে চলেছে অধিনায়ক কেএল রাহুলের জন্য ৷ কেএল এবং কুলদীপ বাদে সিনিয়র দলের কোনও ক্রিকেটার এই মুহূর্তে ওয়ান-ডে সিরিজ খেলছে না ৷ ফলে তৃতীয় ওয়ান-ডে’তে আর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য ৷
আরও পড়ুন:
- রাহুল-সুদর্শনের হাফসেঞ্চুরি, ভারতকে স্বল্প রানে বেঁধে সিরিজে সমতা ফেরাতে মরিয়া প্রোটিয়ারা
- আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর কামিন্সের, বুদ্ধিমত্তায় বিদেশি কোটা পূরণ সানরাইজার্সের
- পুরোপুরি ফিট নন ঋষভ, অপেক্ষা আরও কয়েকমাসের; নিজেই জানালেন স্টাম্পার-ব্যাটার