দুবাই, 26 অক্টোবর : অজিদের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে টি-20 বিশ্বকাপে দারুণ প্রত্যাবর্তন করল দক্ষিণ আফ্রিকা ৷ ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল প্রোটিয়ারা ৷ তারকাসমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজকে 143 রানে বেঁধে রেখে 10 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে চরম হতাশাজনক ফলাফলের পর এদিন বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল পোলার্ডবাহিনীর কাছেও ৷ যদিও দুবাইয়ে এদিন টসভাগ্য সঙ্গ দেয়নি ওয়েস্ট ইন্ডিজকে ৷ প্রথমে ব্যাট করতে এভিন লুইসের ঝোড়ো ব্যাটে বড় রানের ভিত গড়ার চেষ্টায় ছিল ক্যারিবিয়ানরা ৷ কিন্তু সঙ্গী ওপেনার লেন্ডল সিমন্সের স্লথ ব্যাটিং পিছিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে ৷ 35 বল খেলে কোনও বাউন্ডারি না মেরে মাত্র 16 রানের অবদান রাখেন তিনি ৷ ওপেনার লুইসের তৈরি করে দেওয়া ভিতে ফুল ফোটাতে পারেননি আর কোনও ব্যাটার ৷ এক্ষেত্রে প্রশংসার দাবি রাখেন দক্ষিণ আফ্রিকা বোলাররা ৷ ফলত ওপেনিং জুটিতে 73 রান উঠলেও 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 143 রান তোলে ক্যারিবিয়ানরা ৷