কটক, 13 জুন : প্রোটিয়া-বধ অধরাই থেকে গেল ‘মেন ইন ব্লু’-এর ৷ দ্বিতীয় ম্যাচেও ফেল করলেন 'অধিনায়ক' পন্থ । গত ম্যাচে বোলিং ইউনিটের সৌজন্যে ম্যাচ মাঠে ফেলে এসেছিল ভারত । এদিন ব্যর্থ দলের ব্যাটাররাও । ঈশান, শ্রেয়স, কার্তিকের ব্যাটে বোর্ডে 148 রান তুললেও শেষ পর্যন্ত ক্লাসেন-ঝড়ে বিধ্বস্ত টিম ইন্ডিয়া । 10 বল বাকি থাকতেই 4 উইকেটে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা (South Africa beat India)।
ভারতের দেওয়া 148 রান তাড়া করতে নেমে শুরুতেই হেনড্রিকস, প্রেটোরিয়ার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা । 1 রান করেই ডাগ-আউটে ফেরেন গত ম্যাচের নায়ক রোসি ভ্যান ডার ডুসেন ৷ তারপরেই দলের হাল ধরেন বাভুমা-ক্লাসেন জুটি । 30 বলে 35 রান করেন বাভুমা । 46 বলে 81 রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন হেনরিক ক্লাসেন । শেষ পর্যন্ত 15 বলে 20 রানের ইনিংসে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ডেভিড মিলার ।