পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs SA: ব্যর্থ সঞ্জু-শ্রেয়সের লড়াই, লক্ষ্যভেদ করতে পারলেন না লক্ষ্মণের ছেলেরা

কাজেই এল না শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনের দাঁতচাপা লড়াই (South Africa beat India) ৷ দক্ষিণ আফ্রিকার কাছে 9 রানে হারল 'মেন ইন ব্লু' ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 6, 2022, 10:42 PM IST

Updated : Oct 6, 2022, 11:04 PM IST

লখনউ, 6 অক্টোবর: কোনও কাজেই এল না শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনের দাঁতচাপা লড়াই (South Africa beat India) ৷ লখনউয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে 9 রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা ৷ তিন ম্যাচের ওডিআই সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা ৷ শেষ পর্যন্ত লড়াই চালালেও ম্যাচ শেষ করতে পারলেন না ভারতীয় ব্যাটাররা ৷

এদিন রান তাড়া করতে নেমে 8 রানের মাথায় ক্রিজ ছাড়েন দুই ওপেনারই । 3 রান করে ফেরেন শুভমন । ধাওয়ানের অবদান 4 রান । 19 রান করে ক্রিজ ছাড়েন রুতুরাজ । মাত্র 20 রান এসেছে ঈশান কিশানের ব্যাট থেকে । সেখান থেকে হাল ধরেন আইয়ার ৷ 37 বলে 50 রান করে এনগিদির বলে ফেরেন শ্রেয়স । শেষ পর্যন্ত লড়াই চালাচ্ছিল সঞ্জু-শার্দূল জুটি ৷ 31 বলে 33 রান করে শার্দূল ফিরতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায় ৷ 'বিস্ফোরক' সঞ্জু ক্রিজে থাকলেও সঙ্গতের অভাবে ম্যাচ শেষ করে আসতে পারলেন না ৷ জলে গেল তাঁর 63 বলে 86 রানের দুর্ধর্ষ ইনিংস ৷

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান ৷ অভিষেক ম্যাচ খেলতে নামেন রুতুরাজ গায়কোয়াড় এবং রবি বিষ্ণোই। তিন পেসার শার্দূল ঠাকুর, আবেশ খান এবং মহম্মদ সিরাজকে নিয়ে খেলতে নেমেছিল ভারত । বিষ্ণোই ছাড়াও ছিলেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব । যদিও পাঁচ বোলার মিলেও মিলারদের বড় রান করা থেকে আটকাতে পারেনি ভারত ৷

আরও পড়ুন:বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভয়ংকর ক্লাসেন-মিলার জুটি, 'লর্ড' শার্দূলের লড়াই ব্যর্থ করে রানের পাহাড়ে প্রোটিয়ারা

তেম্বা বাভুমা, এইডেন মার্করাম ব্যর্থ হলেও কুইন্টন ডি'কক, অনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার (Quinton Miller Klaasen score big), তিন ব্যাটারের কাঁধে ভর করে বড় রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা ৷ নির্ধারিত 40 ওভারে জেতার জন্য ভারতকে 250 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল বাউচারের ছেলেরা (South Africa reach 249 runs against India) ৷ শেষ পর্যন্ত 240 রানেই থেমে যেতে হল ভারতকে ৷

Last Updated : Oct 6, 2022, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details