লখনউ, 6 অক্টোবর: কোনও কাজেই এল না শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনের দাঁতচাপা লড়াই (South Africa beat India) ৷ লখনউয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে 9 রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা ৷ তিন ম্যাচের ওডিআই সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা ৷ শেষ পর্যন্ত লড়াই চালালেও ম্যাচ শেষ করতে পারলেন না ভারতীয় ব্যাটাররা ৷
এদিন রান তাড়া করতে নেমে 8 রানের মাথায় ক্রিজ ছাড়েন দুই ওপেনারই । 3 রান করে ফেরেন শুভমন । ধাওয়ানের অবদান 4 রান । 19 রান করে ক্রিজ ছাড়েন রুতুরাজ । মাত্র 20 রান এসেছে ঈশান কিশানের ব্যাট থেকে । সেখান থেকে হাল ধরেন আইয়ার ৷ 37 বলে 50 রান করে এনগিদির বলে ফেরেন শ্রেয়স । শেষ পর্যন্ত লড়াই চালাচ্ছিল সঞ্জু-শার্দূল জুটি ৷ 31 বলে 33 রান করে শার্দূল ফিরতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায় ৷ 'বিস্ফোরক' সঞ্জু ক্রিজে থাকলেও সঙ্গতের অভাবে ম্যাচ শেষ করে আসতে পারলেন না ৷ জলে গেল তাঁর 63 বলে 86 রানের দুর্ধর্ষ ইনিংস ৷