কেপটাউন, 14 জানুয়ারি : ভরল না অপ্রাপ্তির ভাণ্ডার ৷ দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল ৷ এবারও পারল না ৷ ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে রামধনুর দেশে পা-দিলেও এবারও অধরা রইল ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ জয় ৷ বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ফ্রিডম সিরিজ হেরেছে 1-2 ব্যবধানে ৷ আজ কেপটাউনে ভারতকে 7 উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা (South Africa beat India to win tense series) ৷ জোহানেসবার্গে প্রথম টেস্ট জেতার পর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে পরাজিত হয়েছিল ভারত ৷ দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের দুরন্ত শতরান সত্ত্বেও চারদিনেই ফয়সালা হয়ে গেল কেপটাউন টেস্টের ৷
আজ নিউল্যান্ডসে টেস্টের চতুর্থ দিন জয়ের জন্য 111 রানের দরকার ছিল দক্ষিণ আফ্রিকার ৷ হাতে ছিল আটটি উইকেট ৷ এই পরিস্থিতিতে ইতিহাস গড়তে ভারতীয় বোলিং ব্রিগেডের উপর ছিল যাবতীয় ভরসা ৷ কাজটা ছিল কঠিন ৷ সেই চ্যালেঞ্জে উতরোতে পারলেন না জসপ্রীত বুমরা, মহম্মদ সামিরা ৷ কিন্তু কিগান পিটারসেন, দুসান, তেম্বা বাভুমারা ভারতের স্বপ্নে জল ঢেলে দিলেন ৷ শুধুমাত্র পিটারসেনের উইকেট হারিয়ে খুব সহজেই প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ 82 রানের অবদান রাখেন কিগান পিটারসেন ৷ পেসি ভ্যান ডার দুসান 41 রান এবং তেম্বা বাভুমা 32 রান করে অপরাজিত থাকেন ৷