কলকাতা, 24 মে :মঙ্গলবার ইডেনে প্লে-অফের প্রথম ম্যাচ ৷ খাতায়-কলমে অভিষেক ডালমিয়া সিএবি প্রেসিডেন্ট হলেও স্বর্গোদ্যানে ম্যাচ হলে জুতো-সেলাই থেরে চন্ডীপাঠ, সবটাই করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সোমবার স্বর্গোদ্যানের প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দফায় ইডেন ঘুরে গিয়েছেন মহারাজ ৷ ম্যাচের দিন সকালে চরম ব্য়স্ততার মাঝেও মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে এক বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানে সিএবি-র বরকর্তা হয়ে নয়, বোর্ড প্রধান হিসেবে আইপিএল নিয়ে নানা পরিকল্পনার কথা সাংবাদিকদের জানালেন তিনি ৷
সকাল থেকে তিলোত্তমায় বারিধারা ৷ মঙ্গল-বুধে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচে 'ভিলেন' হতে পারে বৃষ্টি ৷ বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ফোনে মাঠ-কর্মীদের নির্দেশ দিতেও শোনা যায় বোর্ড সভাপতিকে। যদিও পরে জানালেন বৃষ্টি হলেও ম্যাচ আয়োজনের সব ব্যবস্থা মজুত রয়েছে ৷
পাশাপাশি আইপিএল ফাইনাল শুরুর আগে বিসিসিআই যে বড় পরিসরে সমাপ্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে তাও জানালেন সৌরভ (Sourav says BCCI have arranged special closing ceremony for IPL) । কারা কারা থাকছেন সেই অনুষ্ঠানে ? সৌরভ জানালেন এ আর রহমান, রণবীর সিং-রা মাতাবেন আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ ।