পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Dadagiri Season 9: দাদাগিরিতে এবার করোনাকালের বন্ধুদের কুর্নিশ - সৌরভ গঙ্গোপাধ্যায়ের খবর

কাল থেকেই শুরু হচ্ছে দাদাগিরি সিজন 9 (Dadagiri Season 9) ৷ এ বারের ট্যাগলাইন হাত বাড়ালেই বন্ধু হয় ৷ করোনাকালে যাঁরা আর্তদের পাশে দাঁড়িয়েছেন, এবারের শোয়ে তাঁদেরই কুর্নিশ জানাবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Sourav Ganguly's Dadagiri Season 9 to start from Saturday
আর্তের বন্ধুদের কুর্নিশ জানাবেন দাদা, খেলা হবে আনলিমিটেড

By

Published : Sep 24, 2021, 3:22 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: আসছে 'দাদাগিরি সিজন 9 (Dadagiri Season 9), হাত বাড়ালেই বন্ধু হয়'। হ্যাঁ, এ বারের ট্যাগলাইন এটাই । এই অতিমারিতে বহু মানুষ অসহায় আর্তদের দিকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । এ বারের দাদাগিরিতে তাঁদেরই স্যালুট জানাবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

বন্ধু মানে শুধুই কি যার সঙ্গে ঘুরে বেড়ানো যায়, মনের কথা বলা যায়, একসঙ্গে পড়া যায়, খাওয়া যায় ? না বোধহয় । বন্ধু সে-ও, যে পর এবং অচেনা হয়েও বিপদে আপন হয়ে যায় । এমনই সব বন্ধুদের করোনাকালে পাশে পেয়েছেন কষ্টে থাকা বহু মানুষ । নানাভাবে সেই সব বন্ধুরা পাশে দাঁড়িয়েছে অন্যের ৷ এহেন বন্ধুদের অপেক্ষায় এ বারের 'দাদাগিরি আনলিমিটেড সিজন 9'।

আরও পড়ুন:Golemale Gol: টিভিতে 'গোলেমালে গোল' বাঁধাতে আসছে সৌরভ

দাদাগিরির আসরে

সেই সব বন্ধুদের খুঁজে বের করবে টিম 'দাদাগিরি', যাঁরা জনহিতার্থে নিজেদের ব্যক্তিগত জীবন উপেক্ষা করেছেন । যাঁরা দুর্দিনে পাশে দাঁড়িয়ে মানুষের সহায় হয়ে উঠেছেন ৷

আরও পড়ুন:Madan Mitra: আঙুর ফল টক, লাইভে এসে ট্রোলের জবাব ‘কালারফুল’ মদনের

25 সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার রাত সাড়ে 9টায় টিভির পর্দায় চোখ রাখলেই দেখতে পাবেন 'দাদাগিরি সিজন 9, হাত বাড়ালেই বন্ধু হয়'।

আসছে দাদাগিরি

আরও পড়ুন:Yohani De Silva: ভারতে আসছেন 'ম্যানিকে মাগে হিথে' খ্যাত ইয়োহানি, কবে কোথায় পারফরম্যান্স ?

টেলিভিশনে দাদাগিরি বাঙালির কাছে যথেষ্ট জনপ্রিয় অনুষ্ঠান ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনা মন জয় করে নিয়েছে আপামর রাজ্যবাসীর ৷ এ বারও এই শোয়ের জন্য অধীর অপেক্ষা করছেন মানুষজন ৷ এতদিন শনি ও রবিবার রাত 9টায় যেখানে নাচের রিয়েলিটি শো 'ডান্স বাংলা ডান্স' সিজন 11 অনুষ্ঠিত হত, সেই সময়েই ওই চ্যানেলে এবার থেকে দেখা যাবে 'দাদাগিরি সিজন 9, হাত বাড়ালেই বন্ধু হয়'। অনেকেরই মনে প্রশ্ন জাগে, তাহলে কি ডিবিডি এবারের মতো মাঝপথেই শেষ হয়ে যাচ্ছে ? না, সেই চিন্তা আপাতত নেই ৷ ডিবিডির সময়টা শুধু বদলাচ্ছে ৷ আগামী 26 সেপ্টেম্বর থেকে প্রতি রবিবার রাত 8.30টায় দেখা যাবে 'ডান্স বাংলা ডান্স'।

ABOUT THE AUTHOR

...view details