কলকাতা, 10 সেপ্টেম্বর : না-হয়েও ক্রিকেট বিশ্বের চর্চার কেন্দ্রবিন্দুতে ভারত-ইংল্যান্ড ম্যাঞ্চেস্টার টেস্ট ৷ ওল্ড ট্র্যাফোর্ডের বাইশ গজে নাটকের শেষ অঙ্কও রহস্যমোড়া ৷ ম্যাঞ্চেস্টার টেস্টের পরবর্তী সূচি ঠিক করতে 22 সেপ্টেম্বর ইংল্যান্ড উড়ে যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
এদিন সকালেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফে বিবৃতি প্রকাশ করা হয়, যাতে লেখা হয়, দল নামাতে না-পারার জন্য ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে ভারত । এই বিবৃতি প্রকাশের পরই শোরগোল শুরু হয় । ভারতীয় শিবিরের তরফে প্রতিবাদ করে জানানো হয়, ম্যাচ ছেড়ে দেওয়ার প্রশ্নই নেই । তারা এখনও ম্যাচ খেলতে প্রস্তুত । এর পরই ইসিবি-র তরফে বিবৃতি সংশোধন করে জানানো হয়, কোভিডের কারণে ম্যাঞ্চেস্টারের টেস্ট স্থগিত রাখা হচ্ছে । পরবর্তী দিন পরে জানানো হবে ৷
আরও পড়ুন :বাতিল নয়, স্থগিত হয়েছে টেস্ট ম্যাচ, দাবি সহ-সভাপতি রাজীব শুক্লার
দুপুরে বিসিসিআই-এর তরফে বিবৃতি দিয়ে ম্যাঞ্চেস্টার টেস্টের অবস্থার ব্যাখ্যা দেওয়া হয়। যাতে লেখা হয়, দীর্ঘ আলোচনার পর দুই দেশের ক্রিকেট বোর্ডই টেস্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই-এর তরফে ইসিবি-কে প্রস্তাব দেওয়া হয়েছে যাতে আগামী দিনে সময় বের করে ম্যাচ আয়োজন করার । ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও তাতে রাজি হয়েছে।
সংবাদসংস্থা এএনআই-কে বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, "বিসিসিআই সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ, আমি ও যুগ্ম-সচিবের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং সিইও’র দীর্ঘ আলোচনা হয়েছে ৷ যেখানে দুই দলের অধিনায়ক এবং সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত ছিলেন ৷ আলোচনায় সিদ্ধান্ত হয়েছে ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত করা হচ্ছে ৷" ভারতীয় ক্রিকেট বোর্ড ভবিষ্যতে এই টেস্ট ম্যাচ করাতে ইচ্ছুক বলে জানান শুক্লা ৷ ম্যাঞ্চেস্টার টেস্টের আগে পাঁচ ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে ছিল ভারত ৷