কলকাতা, 12 অগস্ট: ফের মাঠে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাও আবার ক্রিকেটের স্বর্গোদ্যানে ৷ ব্যাট হাতে সৌরভের যে প্রত্যাবর্তন ঘটতে চলেছে, সে খবর ইটিভি ভারতে প্রথম প্রকাশিত হয়েছিল। এবার সিলমোহর পড়ল তাতেই। বিশ্ব একাদশের বিরুদ্ধে আগামী 16 সেপ্টেম্বর ইডেনে শুধু খেলবেনই না বোর্ড সভাপতি, ভারতীয় দলের নেতৃত্ব দিতেও দেখা যাবে 'প্রিন্স অফ ক্যালকাটা'-কে (Sourav Ganguly to come back on 22 yards as Captain)। বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, হরভজন সিংদের মতো প্রাক্তনীদের এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে।
স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষ্যে আয়োজিত এই ম্যাচই শুধু নয়, পরবর্তীতে লেজেন্ডস লিগেও খেলতে দেখা যেতে পারে মহারাজ-কে। অন্যান্য কিংবদন্তিদের সঙ্গে সেখানে মাঠ মাতাবেন সৌরভও। এদিকে 16 সেপ্টেম্বর ইডেন গার্ডেন্সে অবশিষ্ট বিশ্ব একাদশের নেতৃত্বে থাকবেন ইয়ন মর্গ্যান। দলে থাকবেন ডেল স্টেইন, জ্যাক কালিস, সনথ জয়সূর্য, ব্রেট লি, মিচেল জনসন, জন্টি রোডসরা। তবে বিশ্ব একাদশে নেই কোনও পাকিস্তানি ক্রিকেটার। বেশ কিছুদিন ধরেই ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশাল মিডিয়ায় সেই প্রস্তুতির ছবিও পোস্ট করেছিলেন বিসিসিআই সভাপতি