পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly নেতা হিসেবেই বাইশ গজে প্রত্যাবর্তন ঘটছে মহারাজের - বিশ্ব একাদশের নেতা হিসেবেই বাইশ গজে প্রত্যাবর্তন ঘটছে মহারাজের

বিশ্ব একাদশের বিরুদ্ধে আগামী 16 সেপ্টেম্বর ইডেনে শুধু ম্যাচই খেলবেনই না বোর্ড সভাপতি, ভারতীয় দলের নেতৃত্ব দিতেও দেখা যাবে প্রিন্স অফ ক্যালকাটাকে (Sourav Ganguly to come back on 22 yards as Captain)। বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, হরভজন সিং এর মতো প্রাক্তনীদের এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে।

Sourav Ganguly
বিশ্ব একাদশের নেতা হিসেবেই বাইশ গজে প্রত্যাবর্তন ঘটছে মহারাজের

By

Published : Aug 12, 2022, 5:09 PM IST

Updated : Aug 13, 2022, 2:46 PM IST

কলকাতা, 12 অগস্ট: ফের মাঠে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাও আবার ক্রিকেটের স্বর্গোদ্যানে ৷ ব্যাট হাতে সৌরভের যে প্রত্যাবর্তন ঘটতে চলেছে, সে খবর ইটিভি ভারতে প্রথম প্রকাশিত হয়েছিল। এবার সিলমোহর পড়ল তাতেই। বিশ্ব একাদশের বিরুদ্ধে আগামী 16 সেপ্টেম্বর ইডেনে শুধু খেলবেনই না বোর্ড সভাপতি, ভারতীয় দলের নেতৃত্ব দিতেও দেখা যাবে 'প্রিন্স অফ ক্যালকাটা'-কে (Sourav Ganguly to come back on 22 yards as Captain)। বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, হরভজন সিংদের মতো প্রাক্তনীদের এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে।

স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষ্যে আয়োজিত এই ম্যাচই শুধু নয়, পরবর্তীতে লেজেন্ডস লিগেও খেলতে দেখা যেতে পারে মহারাজ-কে। অন্যান্য কিংবদন্তিদের সঙ্গে সেখানে মাঠ মাতাবেন সৌরভও। এদিকে 16 সেপ্টেম্বর ইডেন গার্ডেন্সে অবশিষ্ট বিশ্ব একাদশের নেতৃত্বে থাকবেন ইয়ন মর্গ্যান। দলে থাকবেন ডেল স্টেইন, জ্যাক কালিস, সনথ জয়সূর্য, ব্রেট লি, মিচেল জনসন, জন্টি রোডসরা। তবে বিশ্ব একাদশে নেই কোনও পাকিস্তানি ক্রিকেটার। বেশ কিছুদিন ধরেই ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশাল মিডিয়ায় সেই প্রস্তুতির ছবিও পোস্ট করেছিলেন বিসিসিআই সভাপতি

পরবর্তীতে লেজেন্ডস লিগের বেশকিছু ম্যাচ ক্রিকেটের স্বর্গোদ্যানে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচেও খেলতে দেখা যেতে পারে সৌরভকে। অবসর নেওয়ার সাত বছর পর 22 গজে প্রত্যাবর্তন করতে চলেছেন বোর্ড প্রেসিডেন্ট। সৌরভ নিজেই জানিয়েছেন, স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে একটি প্রদর্শনী ম্যাচ খেলা হবে। এই ম্যাচেই ক্রিকেটার হিসেবে তাঁকে ফের দেখা যাবে। সম্প্রতি জিমে গিয়ে শরীরচর্চা করতেও দেখা গিয়েছে তাঁকে। ইনস্টাগ্রামে শরীরচর্চার ছবি পোস্ট করে তিনি লেখেন, "আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচিতে একটি ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভারতের 75 বছরের স্বাধীনতার উদযাপন এবং নারী ক্ষমতায়নের জন্য লেজেন্ডস ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে। ফের ক্রিকেটের জন্য মুখিয়ে রয়েছি।'

আরও পড়ুন: লেজেন্ডস লিগে কলকাতার মাঠে ক্রিকেটে ফিরছেন সৌরভ

গত মরশুমেও অনুষ্ঠিত হয়েছিল লেজেন্ডস লিগ। তবে সেখানে খেলেননি সৌরভ। ইতিমধ্যে লেজেন্ডস লিগের দ্বিতীয় সংস্করণে খেলার ব্যাপারে 53 জন ক্রিকেটারের সম্মতি মিলেছে। এই তালিকায় রয়েছেন মুথাইয়া মুরলীথরন, ইয়ন মর্গ্যান, জন্টি রোডস, ব্রেট লি, মিচেল জনসন, শেন ওয়াটসন, রস টেলর, ডেল স্টেইনের মত ক্রিকেটারা। তালিকায় রয়েছেন মিসবা উল-হকেরও। তবে তাঁকে খেলতে হলে পিসিবি'র অনুমতি নিয়ে আসতে হবে।

Last Updated : Aug 13, 2022, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details