পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav on Teachers Day: 'গুরু' গ্রেগকে শিক্ষক দিবসের শুভেচ্ছা সৌরভের - Teachers Day

ক্রিকেট জীবনে কোচদের শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তা পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Teachers Day Greets) ৷ যেখানে গুরু গ্রেগকে শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি ৷

sourav-ganguly-teachers-day-greets-to-greg-chappell-favourite-is-john-wright
sourav-ganguly-teachers-day-greets-to-greg-chappell-favourite-is-john-wright

By

Published : Sep 5, 2022, 4:25 PM IST

Updated : Sep 5, 2022, 8:19 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর:সোশাল মিডিয়ায় প্রাক্তন কোচদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Teachers Day Greets) ৷ যেখানে গ্রেগ চ্যাপেলকে (Greg Chappell) শুভেচ্ছা জানালেন তিনি ৷ সেই তালিকায় ছিলেন 2011 সালের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন ৷ আর পছন্দের কোচের তালিকায় অবশ্যই রইলেন কিউয়ি জন রাইট (John Wright) ৷ তবে, চর্চায় রয়েছে গ্রেগ চ্যাপলকে জানানো শুভেচ্ছা ৷ তবে, ব্যক্তি সৌরভ তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষক মনে করেন কেরিয়ারের ‘বিফলতা’কে ৷ একটি অনলাইন টিচিং অ্যাপের প্রমোশনে সেই কথাই তুলে ধরেছেন দাদা ৷

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন শিক্ষক দিবসে তাঁর ক্রিকেটার জীবনের সকল কোচদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন ৷ যেখানে তিনি তাঁর ক্রিকেট জীবনে শুরু থেকে চলে আসা ওঠা-পড়া নিয়ে বিশদে আলোচনা করেছেন ৷ সঙ্গে উল্লেখ করেছেন, তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষক ‘বিফলতা’ ৷ অসফল হওয়া থেকেই তিনি বারে বারে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন ৷

তা সে 1992 সালে ভারতের জার্সি গায়ে অস্ট্রেলিয়া সফরে এক ম্যাচের ব্যর্থতা থেকে ছিটকে যাওয়া হোক, বা 2002 সালের অধিনায়ক হিসাবে জাতীয় দলের দায়িত্ব থেকে পাও শিক্ষা ৷ এমনকি 2003 সালের বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা তাঁকে খুব বেশি করে শিক্ষা দিয়েছিল বলে জানান সৌরভ ৷ আর জীবনে ভালো মানুষ হিসাবে তাঁকে তৈরি হতে সাহায্য করেছে ভারতীয় দল থেকে বাদ পড়া ও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া ৷ এখান থেকেই তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষা সৌরভ গঙ্গোপাধ্যায় পেয়েছেন বলে জানান ৷ আর শিক্ষা থেকেই থেকে তাঁর রাজকীয় কামব্যাক ৷

আরও পড়ুন:টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু ধোনির মেসেজ পেয়েছেন, বিস্ফোরক কোহলি

সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌরভ নিজে ৷ আর তাঁর ক্যাপশনে সৌরভ জাতীয় দলে তাঁর কোচ গ্রেগ চ্যাপ এবং গ্যারি কার্স্টেনকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আর অবশ্যই ঘরোয়া ক্রিকেটে দেবু মিত্র আর 2003 সালে বিশ্বকাপ ফাইনাল খেলা ভারতীয় দলের কোচ জন রাইটকে প্রিয় মানুষদের তালিকায় রেখেছেন সৌরভ ৷

Last Updated : Sep 5, 2022, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details