পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিতে হাসপাতালে সৌরভ, সঙ্গী ডোনা - sourav ganguly

দক্ষিণ কলকাতার যে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিতে গিয়েছিলেন সেখানে নিয়মিত চিকিৎসা করিয়ে থাকেন সৌরভ ।

covid 19 vaccine
covid 19 vaccine

By

Published : Apr 25, 2021, 7:49 AM IST

Updated : Apr 25, 2021, 8:26 AM IST

কলকাতা, 25 এপ্রিল : করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । শনিবার দুপুরে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আসেন তিনি ৷ যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি মহারাজ । গত মার্চে ভ্য়াকসিনের প্রথম ডোজ় নিয়েছিলেন তিনি ৷

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অসুস্থতা নিয়ে কারও অজানা নেই ৷ হৃদরোগের সমস্যা নিয়ে দু'বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ বর্তমানে একেবারে সুস্থ সৌরভ ৷ পুরোদমে কাজে ফিরেছেন ৷ স্টেডিয়ামে বসে আইপিএলের প্রথমদিকের কয়েকটি ম্যাচ দেখেছেন ৷ তাছাড়া স্ত্রীকে নিয়ে কয়েকদিন আগে ভোট দিয়েছেন তিনি ৷ শীঘ্রই করোনা ভ্যাকসিন নেবেন তা জানিয়েছিলেন ৷ সেইমতো গত মার্চে ভ্যাকসিনের প্রথম ডোজ় নেন ৷ দেশের করোনার দ্বিতীয় ঢেউ যখন দাপাচ্ছে তখন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নেওয়া সম্পূর্ণ হল সৌরভের ৷ দক্ষিণ কলকাতার যে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন সেখানে নিয়মিত চিকিৎসা করিয়ে থাকেন সৌরভ ।

আরও পড়ুন : আশঙ্কাজনক রোগী ছাড়া সিসিইউতে নয়, স্পষ্ট করল নবান্ন

বর্তমানে ভ্যাকসিন দেওয়ার উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের ভ্যাকসিন নেওয়ার ছবি ভাল উদাহরণ । শনিবার রাজ্যপাল জগদীপ ধনকড় আর্মি হাসপাতালে গিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিয়েছেন ।

Last Updated : Apr 25, 2021, 8:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details