পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly: দলগত পারফরম্যান্সেই লুকিয়ে ভারতের বিশ্বকাপের সাফল্য, মত সৌরভের - Sourav Ganguly

মেলবোর্নে (Melbourne Cricket Ground) আগামিকালের ম্যাচ ঘিরে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে ভালোই ৷ সৌরভ (Sourav Ganguly) আশাবাদী যে মেলবোর্নে বৃষ্টি থামবে এবং ভারত-পাক ম্যাচ অনুষ্ঠিত হবে। মহারণে কাউকে এগিয়ে না-রাখলেও মেলবোর্নের মত বড় মাঠে সফল হওয়ার ভারতীয় দলকে টিপসও দিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা'।

Sourav Ganguly
দলগত পারফরম্যান্সেই লুকিয়ে ভারতের বিশ্বকাপের সাফল্য, মত সৌরভের

By

Published : Oct 22, 2022, 10:10 PM IST

কলকাতা, 22 অক্টোবর: "চলতি বিশ্বকাপে স্পিনারদের বড় ভূমিকা থাকবে। তাছাড়া ক্রিকেটারদের ফিটনেসও বড় ভূমিকা নেবে। টি-20 ক্রিকেটে যে কোনও দলই ফেভারিট। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ড জিতে যাওয়ায় পরের পর্বে যাওয়ার ব্যাপারে এগিয়ে থাকল ৷" রাত পোহালেই টি-20 বিশ্বকাপে মুখোমুখি যুযুধান দুই প্রতিপক্ষ ভারত-পাকিস্তান (India vs Pakistan) ৷ আর বিশ্বকাপ শুরুর প্রাক্কালে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপরাজেয় এই মিথ গত বছর ভেঙে গিয়েছে। তবু চিরায়ত লড়াই ঘিরে পারদ তো চড়বেই। আর সেই লড়াই নিয়ে বলতে গিয়ে মহারাজ বলছেন, "টি-20'তে কেউ এগিয়ে পিছিয়ে নেই। ভারত শক্তিশালী দল। সম্প্রতি পাকিস্তানের কাছে ভারত হেরেছে। সেটা ব্যাপার নয়। আমি ভারতকে সমর্থন করি। আশা করি, ভারতীয় দল ভালো খেলবে।" মেলবোর্নে (Melbourne Cricket Ground) আগামিকালের ম্যাচ ঘিরে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে ভালোই ৷ সৌরভ আশাবাদী যে মেলবোর্নে বৃষ্টি থামবে এবং ভারত-পাক ম্যাচ অনুষ্ঠিত হবে। মহারণে কাউকে এগিয়ে না-রাখলেও মেলবোর্নের মত বড় মাঠে সফল হওয়ার ভারতীয় দলকে টিপসও দিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা'।

রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়াদের ভালো পারফরম্যান্স করতে 'রানিং বিটুইন দ্য উইকেট'-এর উন্নতি এবং শক্তির প্রয়োজন হবে বলে মনে করেন তিনি। মিথ ভাঙলেও প্রত্যাশার চাপ রয়েছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তাই জানাচ্ছেন, এই পর্যায়ের ক্রিকেটে প্রত্যাশার চাপ থাকবেই এবং তা নিয়েই খেলতে হবে। জয়ের জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের সামগ্রিক সাফল্য প্রয়োজন বলে মত সৌরভের ৷ দলের প্রধান স্ট্রাইক বোলার জসপ্রীত বুমরার না-থাকাটাকেও ফ্যাক্টর মনে করলেও বিশেষ পাত্তা দিচ্ছেন না মহারাজ ৷

আরও পড়ুন:স্নায়ুযুদ্ধের আগে ভারতীয় ব্যাটারদের আফ্রিদিকে সামলানোর মন্ত্র দিলেন সচিন

তাঁর কথায়, "বুমরার না-থাকা একটা ফ্যাক্টর। তবে আমি মনে করি না একজন ক্রিকেটারের না-থাকা বড় প্রভাব ফেলে। একজন খেলল আর দশজন না-খেলতে পারলে ম্যাচ বেরোবে না। দলের এগারো জনকেই ভালো খেলতে হবে।" যদিও বিশ্বকাপের শেষ চারে কোন কোন দল পৌঁছবে, তা নিয়েও মন্তব্য করতে রাজি হননি তিনি।

ABOUT THE AUTHOR

...view details