কলকাতা, 22 অক্টোবর: "চলতি বিশ্বকাপে স্পিনারদের বড় ভূমিকা থাকবে। তাছাড়া ক্রিকেটারদের ফিটনেসও বড় ভূমিকা নেবে। টি-20 ক্রিকেটে যে কোনও দলই ফেভারিট। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ড জিতে যাওয়ায় পরের পর্বে যাওয়ার ব্যাপারে এগিয়ে থাকল ৷" রাত পোহালেই টি-20 বিশ্বকাপে মুখোমুখি যুযুধান দুই প্রতিপক্ষ ভারত-পাকিস্তান (India vs Pakistan) ৷ আর বিশ্বকাপ শুরুর প্রাক্কালে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপরাজেয় এই মিথ গত বছর ভেঙে গিয়েছে। তবু চিরায়ত লড়াই ঘিরে পারদ তো চড়বেই। আর সেই লড়াই নিয়ে বলতে গিয়ে মহারাজ বলছেন, "টি-20'তে কেউ এগিয়ে পিছিয়ে নেই। ভারত শক্তিশালী দল। সম্প্রতি পাকিস্তানের কাছে ভারত হেরেছে। সেটা ব্যাপার নয়। আমি ভারতকে সমর্থন করি। আশা করি, ভারতীয় দল ভালো খেলবে।" মেলবোর্নে (Melbourne Cricket Ground) আগামিকালের ম্যাচ ঘিরে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে ভালোই ৷ সৌরভ আশাবাদী যে মেলবোর্নে বৃষ্টি থামবে এবং ভারত-পাক ম্যাচ অনুষ্ঠিত হবে। মহারণে কাউকে এগিয়ে না-রাখলেও মেলবোর্নের মত বড় মাঠে সফল হওয়ার ভারতীয় দলকে টিপসও দিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা'।