পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly: জন্মদিনে আসছে বিশেষ ঘোষণা, রোহিতদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন সৌরভ - তিনবার বিশ্বকাপ জিতেছে আয়োজকরা

"গত তিনটি বিশ্বকাপ আয়োজক দেশ জিতেছে। 2011 সালে ভারত, 2015 সালে অস্ট্রেলিয়া, 2019 সালে ইংল্যান্ড জিতেছে। এবার তাই অনুমান করা যায় কাপ ভারতের ঘরে আসবে।" বৃহস্পতিবার একথা শোনা গেল সৌরভের মুখে ৷

Sourav Ganguly
সৌরভ গঙ্গোপাধ্যায়

By

Published : Jul 6, 2023, 8:42 PM IST

Updated : Jul 6, 2023, 9:34 PM IST

ভারত অবশ্যই জোরালোভাবে খেতাব জয়ের দাবিদার বললেন সৌরভ

কলকাতা, 6 জুলাই: দেশের মাটিতে বিশ্বকাপ, তাই ভারত অবশ্যই খেতাব জয়ের দাবিদার। বৃহস্পতিবার এমনটাই জানালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সদ্য ইংল্যান্ড থেকে ফিরেছেন তিনি ৷ একটি বাণিজ্যিক সংস্থার শুটিংয়ের শেষে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট বলেন, "গত তিনটি বিশ্বকাপই আয়োজক দেশ জিতেছে। 2011 সালে ভারত, 2015 সালে অস্ট্রেলিয়া, 2019 সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এবার তাই অনুমান করা যায় কাপ ভারতের ঘরে আসবে।" 8 জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। গতবছর ইংল্যান্ডে পালন করেছিলেন। এবছর জন্মদিনের উৎসব হবে বাড়িতে। তবে একটি বিশেষ কোনও কিছুর ঘোষণা করবেন তার ইঙ্গিত সামাজিক মাধ্যমে দিয়েছেন।

বর্তমান সময়ে তিনি যে আরও বেশি করে আইপিএলে সময় দিতে চান এবং দিল্লি ক্যাপিট্যালসের আইপিএলের পারফরম্যান্স উন্নতির দিকে নজর দিতে চান, সেটাও বুঝিয়ে দিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা'। তবে ভারতে ওয়ান-ডে বিশ্বকাপ, কলকাতায় সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ পাওয়ার ঘটনায় সৌরভ নিজেও খুশি। তিনি বলেন, "ইডেন হেভিওয়েট ভেন্যু। এটা প্রত্যাশিত ছিল। আমি ইংল্যান্ডে থাকাকালীন প্রেসিডেন্টের সাক্ষাৎকার দেখছিলাম। ইডেনে এতগুলো ম্যাচ হওয়ায় আমরা সবাই খুশি। শেষ ওয়ার্ল্ড কাপ টি-20 ফাইনাল হয়েছিল ইডেনে।"

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "সেই সময় আমি সিএবি প্রেসিডেন্ট ছিলাম। আমি বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন বিশ্বকাপ সেমিফাইনাল ইডেনে হওয়ার কথা ছিল। পরে তা কোভিডের কারণে দুবাইয়ে চলে গিয়েছিল। ইডেনে এবার অনেকগুলো ম্যাচ হওয়ার পিছনে গ্যালারিতে দর্শকাসনের সংখ্যা ভূমিকা নিয়ে থাকে। এত ভালো মাঠ, প্রতিবার আইপিএলে সেরা মাঠের তকমা পায়। তাছাড়া বিশ্বকাপের পরে ইডেনে দর্শক সংখ্যা বাড়িয়ে এক লক্ষ করা হবে। তাই ইডেন বেশি সংখ্যক ম্যাচ পাওয়ার যোগ্য।"

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তাঁরা সৌরভকে আয়োজক কমিটিতে রাখতে চান। তবে স্বার্থের সংঘাতের বিষয়টিও দেখে নিতে চান। এই বিষয়ে সৌরভ বলেন, "আমি বিশ্বকাপ আয়োজন করেছি। তাছাড়া আমার হাতে সময় নেই। আমি অবশ্যই সমর্থন করব ৷" বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের বিশ্লেষণ, দেশের মাটিতে ভারত সবসময় ফেভারিট। দলে প্রতিভার অভাব নেই। তবে সবাইকে ভালো খেলতে হবে।"

আরও পড়ুন:শহরে এল বিশ্বকাপ ট্রফি ! স্বাগত জানিয়ে কাপ ফেরানোর ডাক ঝুলনের

Last Updated : Jul 6, 2023, 9:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details