কলকাতা, 6 জুলাই: দেশের মাটিতে বিশ্বকাপ, তাই ভারত অবশ্যই খেতাব জয়ের দাবিদার। বৃহস্পতিবার এমনটাই জানালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সদ্য ইংল্যান্ড থেকে ফিরেছেন তিনি ৷ একটি বাণিজ্যিক সংস্থার শুটিংয়ের শেষে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট বলেন, "গত তিনটি বিশ্বকাপই আয়োজক দেশ জিতেছে। 2011 সালে ভারত, 2015 সালে অস্ট্রেলিয়া, 2019 সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এবার তাই অনুমান করা যায় কাপ ভারতের ঘরে আসবে।" 8 জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। গতবছর ইংল্যান্ডে পালন করেছিলেন। এবছর জন্মদিনের উৎসব হবে বাড়িতে। তবে একটি বিশেষ কোনও কিছুর ঘোষণা করবেন তার ইঙ্গিত সামাজিক মাধ্যমে দিয়েছেন।
বর্তমান সময়ে তিনি যে আরও বেশি করে আইপিএলে সময় দিতে চান এবং দিল্লি ক্যাপিট্যালসের আইপিএলের পারফরম্যান্স উন্নতির দিকে নজর দিতে চান, সেটাও বুঝিয়ে দিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা'। তবে ভারতে ওয়ান-ডে বিশ্বকাপ, কলকাতায় সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ পাওয়ার ঘটনায় সৌরভ নিজেও খুশি। তিনি বলেন, "ইডেন হেভিওয়েট ভেন্যু। এটা প্রত্যাশিত ছিল। আমি ইংল্যান্ডে থাকাকালীন প্রেসিডেন্টের সাক্ষাৎকার দেখছিলাম। ইডেনে এতগুলো ম্যাচ হওয়ায় আমরা সবাই খুশি। শেষ ওয়ার্ল্ড কাপ টি-20 ফাইনাল হয়েছিল ইডেনে।"