কলকাতা, 19 নভেম্বর : রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার জুটির ওপর ভরসা রাখছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তাঁর মতে, যে কোনও জুটির সাফল্য একদিনে আসে না। সময় দিতে হয়। কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিতেরও সেই সময়টা জরুরি। রবিবার ইডেনে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচ। সেই ম্য়াচের আগে ইডেন পরিদর্শনে এসে জানালেন আইসিসি'র ক্রিকেট কমিটির নয়া চেয়ারম্য়ান ৷
ভারতীয় দলের বর্তমান অধিনায়ক এবং কোচ দু'জনের কাছেই ইডেন পয়মন্ত। দু'জনের নামের পাশেই বড় রানের ইনিংস রয়েছে ক্রিকেটের স্বর্গোদ্য়ানে। এবার গুরু-শিষ্য় জুটিতে তাঁরা ফের ইডেনে। ইডেনও তৈরি তাঁদের স্বাগত জানাতে। দু'বছর পরে ইডেনে আর্ন্তজাতিক ম্যাচের আসর। সৌরভ গঙ্গোপাধ্য়ায় স্বয়ং শুক্রবার ইডেনে পৌঁছে পিচ তৈরি থেকে ব্যবস্থাপনা সব কিছু খতিয়ে দেখলেন। বাইশ গজের চরিত্র নিয়ে পিচ কিউরেটরের সঙ্গে প্রয়োজনে কথাও বললেন এবং নির্দেশ দিলেন।