কলকাতা, 22 সেপ্টেম্বর: তাহলে এবার পুজোয় কী নতুন লুকে দেখা যাবে তাঁকে ৷ এতদিন পর্যন্ত তাঁকে ক্লিন শেভড দেখে আসা আপামর অনুরাগী থেকে সংবাদমাধ্যম কর্মীরা স্বভাবতই গালভরতি দাড়িতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখে অবাক ৷ পুজোয় নতুন লুকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর না-দিলেও গালভরতি কাঁচা-পাকা দাড়ি যে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্টের মুখাবয়বে যে আলাদা মাত্রা এনেছে, তা বলাই বাহুল্য ৷ তাঁর এই দাড়ি ভরতি মুখ নিয়ে ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া মিশ্র। তবে সৌরভ বোঝালেন আপাতত কিছুদিন তিনি দাড়ি রাখবেন।
গড়িয়ার এক পুজোয় এবারের থিম লর্ডসে সৌরভের জার্সি ওড়ানো। বিষয়টি জানেন বোর্ড সভাপতি ৷ গড়িয়ার সেই পুজোর উদ্যোক্তা সিএবি-র এক পরিচিত মুখ। যার উদ্বোধনে বোর্ড প্রেসিডেন্ট যাবেন বলে কথা দিয়েছেন। পুজোর আবহে কলকাতা ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছে। সৌরভও তাঁর ব্যতিক্রম নন। তবে তারই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে সচেতন তিনি ৷ এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচেও চার উইকেটে হার। টি-20 বিশ্বকাপের আগে রোহিতদের এই ফর্ম বেশ চিন্তায় রেখেছে ফ্যানদের। চিন্তায় রয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সরাসরি সে কথা স্বীকার করতে না-চাইলেও, মোহালিতে হারের পর দলের অধিনায়ক রোহিত ও কোচ দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছেন বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ''আমাদের দলের সঙ্গে কথা হয়েছে। চিন্তা করার মত কিছু নেই।''