কলকাতা, 11 মার্চ: লাল বলের ক্রিকেটকে বাঁচানোর পক্ষে সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly raises his voice to save test cricket again)। বিশ্বজুড়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে কিছুটা হলেও ফিকে পাঁচদিনের ক্রিকেট। টেস্ট ক্রিকেটকে বাঁচানোর পক্ষে সওয়াল করেছে খোদ এমসিসি। এবার সেই সওয়ালে গলা মেলালেন বিসিসিআই'য়ের প্রাক্তন সভাপতি। তিনিও মনে করেন ক্রিকেটের কুলীন ঘরানাকে বাঁচাতে আরও যত্নবান হওয়া দরকার। শনিবার হাওড়া ইউনিয়নের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে নানা কথাই বললেন মহারাজ ৷ টেস্ট ক্রিকেটকে বাঁচানোর পক্ষে সওয়ালের পাশাপাশি এদিন মোতেরা টেস্টে শুভমন গিলের শতরান নিয়েও প্রশংসা শোনা গেল সৌরভের গলায় (Sourav Ganguly praises Shubmann Gill on his second test century) ৷
আসন্ন আইপিএলের জন্য মঙ্গলবার এবং বুধবার ফের দিল্লি ক্যাপিট্যালসের শিবির বসছে তিলোত্তমায়। 19 মার্চ দিল্লিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন কোচ রিকি পন্টিং। হাওড়ার অনুষ্ঠানে এদিন জানালেন সৌরভ ৷ উল্লেখযোগ্যভাবে, ভারতীয় ক্রিকেটে পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন 'প্রিন্স অফ ক্যালকাটা'। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচেই উইকেট নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। তবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ টেস্টের পিচ নিয়ে সন্তুষ্ট সকলেই। পিচে রান যেমন রয়েছে, আবার উইকেটের জন্যেও সহায়ক মোতেরার পিচ।