পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly: কেউ একদিনে সচিন-মোদি হয় না, বোর্ডের পদ খুইয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মহারাজের - Sourav Ganguly opens up

বিসিসিআই সভাপতির পদ খুইয়ে প্রথম মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মহারাজ জানালেন, কেউ একদিনে সচিন তেন্ডুলকর কিংবা নরেন্দ্র মোদি হয় না (Sourav Ganguly opens up after losing president post of BCCI) ৷

Sourav Ganguly
বোর্ডের পদ খুইয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মহারাজের

By

Published : Oct 13, 2022, 3:22 PM IST

Updated : Oct 13, 2022, 5:34 PM IST

কলকাতা, 12 অক্টোবর: বোর্ড সভাপতির পদ ছেড়ে এবার অন্য ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় । ভবিষ্যতে কী করবেন তা স্পষ্ট করে না-বললেও অন্য কিছু করার কথা জানালেন তিনি । পাশাপাশি বিসিসিআই সভাপতির পদ 'খুইয়ে' প্রথম মুখ খুললেন সৌরভ ৷ মহারাজ জানালেন, কেউ একদিনে সচিন তেন্ডুলকর কিংবা নরেন্দ্র মোদি হয় না (Sourav Ganguly opens up after losing president post of BCCI) ৷

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে এসে বোর্ডের সদ্য প্রাক্তন সভাপতি বলেন, ''সমস্ত কিছুরই একটা শেষ রয়েছে। শূন্য থেকেই সমস্ত কিছু শুরু করতে হয় । কোনও কিছুই একদিনে তৈরি হয় না । নরেন্দ্র মোদি (Narendra Modi) একদিনে প্রধানমন্ত্রী হননি । সচিনের (Sachin Tendulkar) সফল হওয়ার পেছনেও দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে । আমি এতদিন প্রশাসক ছিলাম, এখন অন্য কিছু করব ।''

আরও পড়ুন: ‘গোপন রাজনীতির জন্য হয়তো সরতে হলো দাদাকে’: মনোজ তিওয়ারি

নিজের সময়কালে বিসিসিআই'য়ের নানা কৃতিত্বের কথাও তুলে ধরেছেন সৌরভ। তিনি বলেন, ''কোভিডের মধ্যেও আমরা আইপিএল আয়োজন করেছি, তাও আবার অন্য দেশে। কমনওয়েলথ গেমসে ভারতের মেয়েরা রূপো জিতেছে। যদিও সোনা জেতার সুবর্ণ সুযোগ ছিল। ভারতীয় ক্রিকেটে দারুণ এনার্জি এসেছে।''

বোর্ডের পদ খুইয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মহারাজের

ক্রিকেটার হিসেবে সফল হওয়ার পরে সিএবি ও বিসিসিআই মিলিয়ে আট বছর প্রশাসক হিসেবে কাজ করেছেন সৌরভ। তবে প্লেয়ার হিসেবে খেলাটা আরও কঠিন ছিল বলেই মনে করেন সৌরভ। তিনি বলেন, ''খেলা সবসময় অনেক কঠিন। প্রশাসক হিসেবে অনেক সময় পাওয়া যায়। কিন্তু ক্রিকেটার হিসেবে একবার আউট হয়ে গেলে আর সুযোগ পাওয়া যায় না। তবে প্রশাসক হিসেবে অনেক কিছু বদলে ফেলা যায়। আপনারা দেখেছেন ক্রিকেট বদলে গিয়েছে। শেষ তিন বছরে ভারতীয় ক্রিকেটে অনেক ভাল কাজ হয়েছে।''

টি-20 বিশ্বকাপেও ভারত ভাল খেলবে বলেই আশাবাদী সৌরভ। তিনি বলেন, ''রোহিত শর্মার ভারত যথেষ্ট ভাল দল। প্রস্তুতি নেওয়ার পাশপাশি অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাঁরা। দারুণ দল আশা করব ভাল খেলবে।''

Last Updated : Oct 13, 2022, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details