পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Backs Kohli: উত্তরণের পথ খুঁজতে হবে নিজেকেই, কোহলিকে 'বিরাট' উপদেশ সৌরভের - Sourav Ganguly

কোহলির হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সের শেষ কোথায়, কীভাবেই বা উত্তরণের পথ খুঁজবেন তিনি ? এ প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য করলেন আরেক প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly made big statement on lean patch of Virat Kohli)। জানালেন, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের পথ ওকেই (বিরাট কোহলি) খুঁজতে হবে ।

Sourav Backs Kohli
কোহলিকে 'বিরাট' উপদেশ সৌরভের

By

Published : Jul 14, 2022, 10:42 AM IST

লন্ডন, 14 জুলাই: খারাপ ফর্মের সঙ্গে কুঁচকির চোট । ইংল্যান্ড সফরে ওডিআই সিরিজের শুরুতে জোড়া ফলায় বিদ্ধ প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি । এরমধ্যে প্রথমটা নিয়ে দিনকে দিন বেড়েই চলেছে অনুরাগীদের উৎকণ্ঠা এবং উদ্বেগ । কোহলির এই হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সের শেষ কোথায়, কীভাবেই বা উত্তরণের পথ খুঁজবেন তিনি ? এ প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য করলেন আরেক প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly made big statement on lean patch of Virat Kohli)। জানালেন, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের পথ ওকেই (বিরাট কোহলি) খুঁজতে হবে ।

লন্ডন থেকে সংবাদসংস্থা এএনআই-কে বিসিসিআই সভাপতি বলেন, "নিশ্চয় ও ফিরবে । আন্তর্জাতিক ক্রিকেটে ওর রানসংখ্যার দিকে চোখ বোলান । ক্ষমতা এবং উৎকর্ষতা ছাড়া এ সম্ভব নয় । এটা ঠিক যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তবে একজন দুর্ধর্ষ ব্যাটার বিরাট । ও নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন । তাই আমার মনে হয় ও আবার সেরা ছন্দে ধরা দেবে । তবে সাফল্যে উত্তরণের পথ ওকেই খুঁজতে হবে । বিরাট ছাড়া কারও পক্ষে সম্ভব নয় সেটা ।"

সম্প্রতি জাতীয় দলে ব্যর্থ বিরাটকে বয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিশ্বজয়ী কপিল দেব, প্রাক্তন জোরে বোলার ভেঙ্কটেশ প্রসাদ । যা আসন্ন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে প্রাক্তন অধিনায়কের অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে । এমন সময় বোর্ড সভাপতির সমর্থন বিশেষ অর্থবহ বিরাটের ক্ষেত্রে । সৌরভ জানান, খেলাধুলোয় এমনটা আকছার হয়ে থাকে । সচিন, রাহুল কিংবা আমি-সকলের ক্ষেত্রেই এমনটা হয়েছে । তাই ফোকাস ঠিক রেখে সবশেষে মাঠে নেমে বিরাটকে নিজের খেলা খেলার পরামর্শ দিয়েছেন 'মহারাজ' ।

আরও পড়ুন: বুমরার হাফডজনের পাশে উজ্জ্বল রোহিত-ধাওয়ান, প্রবেশ করলেন সচিন-সৌরভের এলিট ক্লাবে

এদিকে প্রথম ম্যাচের পর লর্ডসে বৃহস্পতিবার ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত কোহলি । তবে বিরাটের অনুপস্থিতি সত্ত্বেও জয়ের ধারা বজায় রেখে এদিনই সিরিজ পকেটে পুরে নিতে চাইছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ।

ABOUT THE AUTHOR

...view details