লন্ডন, 14 জুলাই: খারাপ ফর্মের সঙ্গে কুঁচকির চোট । ইংল্যান্ড সফরে ওডিআই সিরিজের শুরুতে জোড়া ফলায় বিদ্ধ প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি । এরমধ্যে প্রথমটা নিয়ে দিনকে দিন বেড়েই চলেছে অনুরাগীদের উৎকণ্ঠা এবং উদ্বেগ । কোহলির এই হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সের শেষ কোথায়, কীভাবেই বা উত্তরণের পথ খুঁজবেন তিনি ? এ প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য করলেন আরেক প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly made big statement on lean patch of Virat Kohli)। জানালেন, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের পথ ওকেই (বিরাট কোহলি) খুঁজতে হবে ।
লন্ডন থেকে সংবাদসংস্থা এএনআই-কে বিসিসিআই সভাপতি বলেন, "নিশ্চয় ও ফিরবে । আন্তর্জাতিক ক্রিকেটে ওর রানসংখ্যার দিকে চোখ বোলান । ক্ষমতা এবং উৎকর্ষতা ছাড়া এ সম্ভব নয় । এটা ঠিক যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তবে একজন দুর্ধর্ষ ব্যাটার বিরাট । ও নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন । তাই আমার মনে হয় ও আবার সেরা ছন্দে ধরা দেবে । তবে সাফল্যে উত্তরণের পথ ওকেই খুঁজতে হবে । বিরাট ছাড়া কারও পক্ষে সম্ভব নয় সেটা ।"