কলকাতা, 31 জানুয়ারি: "আমি ওর খেলা দেখেছি, ও অনেকদূর যাবে ৷" মেয়েদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের কাণ্ডারি হুগলির তিতাস সাধুকে প্রশংসায় ভরালেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ নিজে বাঙালি হয়ে বিশ্বমঞ্চে দাদাগিরি দেখিয়েছেন ৷ স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মঞ্চে বাঙালির সাফল্য আজও আবেগী করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ যদিও সোমবার ইডেনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল দেখতে এসে তিতাসকে নিয়ে খুব বেশি শব্দ খরচ করলেন না 'মহারাজ' ৷ স্বল্প কথায় বুঝিয়ে দিলেন হুগলির কিশোরীর প্রতি তাঁর প্রত্যাশা অনেক (Sourav Ganguly lauds Titas Sadhu at Eden) ৷
পোচেস্ট্রুমে রবিবার বিশ্বজয়ে কেবল তিতাসই নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিন বঙ্গতনয়া ৷ তবে বেশি করে আলোচনার কেন্দ্রে তিতাস সাধু ৷ মেগা ফাইনালে চার ওভার হাত ঘুরিয়ে মাত্র 6 রানে দু'টি উইকেট (Titas Sadhu took four wickets at mega final of ICC U-19 WWC) ৷ রবিবার খেলার মোড় ঘুরে যায় চুঁচুঁড়ার মেয়ের হাতেই ৷ সেই পারফরম্যান্সের প্রশংসা করে সৌরভ বলেন, "দুর্দান্ত পারফরম্যন্স। বিশ্বকাপ জয় সবসময়ই আলাদা অনুভূতি। দারুণ খেলেছে রিচারা। বিরাট ব্যাপার ৷" আর তিতাসের প্রশংসায় সৌরভ বলেন, "আমি ওর খেলা দেখেছি। অনেকদূর যাবে ও।"