কলকাতা, 18 জুলাই: টেস্ট সিরিজ কব্জা করতে না-পারলেও বিলেত সফর থেকে টি-20 সিরিজের পর ওয়ান-ডে সিরিজও জিতে ফিরল ভারতীয় দল ৷ স্বভাবতই ভারতীয় দলের দুরন্ত জয়ের প্রশংসা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় (Sourav Ganguly lauds Indian cricket team on winning ODI series in England) ৷ নিজেও সদ্য ফিরেছেন ইংল্য়ান্ড থেকে ৷ আর সেদেশে সংক্ষিপ্ত ফরম্যাটে 'মেন ইন ব্লু'-র জয় বিশ্বকাপের আগে দারুণ ইঙ্গিত বলে মনে করেন সদ্য পঞ্চাশে পা-দেওয়া মহারাজ ৷
সৌরভ বরাবরই মুক্ত কণ্ঠে প্রশংসা করে এসেছেন ঋষভ পন্থের ৷ তরুণ তুর্কীকে দেশের আগামীর তারকা বলেছেন বিসিসিআই সভাপতি ৷ সেই পন্থের ব্য়াটে রবিবাসরীয় ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ওডিআই শতরানে উচ্ছ্বসিত মহারাজ (Sourav praises Pant once again)। স্টাম্পার-ব্যাটারের 113 বলে 125 রান নিয়ে বলতে গিয়ে সৌরভ বলেন, "ও একজন প্রকৃত ম্যাচ উইনার ৷ আমি বরাবর বলে এসেছি। টেস্টে বার্মিংহ্যামে খেলেছে, তারপর ওয়ান-ডে'তে এই পারফরম্যান্স। অসাধারণ ক্রিকেটার।" চোট কাটিয়ে মাঠে ফিরে আইপিএলের পর দেশের জার্সিতেও হার্দিক পান্ডিয়া পুরনো ছন্দে। বরং আরও পরিশীলিত এবং ক্ষুরধার।