কলকাতা, 29 অক্টোবর: নয়া কার্যকরী কমিটি সিএবির কার্যভার গ্রহণ করবে আগামী 31 অক্টোবর। চলতি মাসের শেষদিন রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভা। সেখানেই বিদায়ী প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার থেকে রাজ্য ক্রিকেট সংস্থার কার্যভার নেবেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। নতুন সচিব হচ্ছেন নরেশ ওঝা। নয়া কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী। নতুন কমিটি চেয়ারে বসার আগে ভূয়সী প্রশংসা শোনা গেল প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে (Sourav Ganguly praises new executive committee of CAB)।
শনিবার দুপুরে সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন মহারাজ। সেখানে কৃতীদের হাতে তুলে দেন বাংলার মহারাজ। বিসিসিআই-এর দায়িত্ব থেকে সরে আসার পরে সিএবি-র ভোটে দাঁড়াবেন সৌরভ, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু শেষবেলায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বাংলার ক্রিকেটের মসনদে যারা বসতে চলেছেন তাঁরাও দক্ষ, শনিবারের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন সৌরভ। পাশাপাশি টি-20 বিশ্বকাপে ভারতের ভালো পারফরম্যান্স নিয়েও দারুণ খুশি 'প্রিন্স অফ ক্যালকাটা'।