দুবাই, 12 নভেম্বর: সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি চেয়ারম্যান করার একটা দাবি উঠেছিল ৷ কিন্তু, তা না-হলেও, আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান (ICC Cricket Committee Chairman is Sourav Ganguly) পদে বহাল রইলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ৷ অন্যদিকে, বিসিসিআই থেকে আইসিসি’তে প্রতিনিধি হিসেবে গেলেন জয় শাহ ৷ তাঁকে আইসিসি ফিন্যান্স অ্যান্ড কমার্সিয়াল অ্যাফেয়ার্সের (ICC Finance and Commercial Affairs Head is Jay Shah) প্রধান করা হয়েছে ৷ আইসিসি’র গুরুত্বপূর্ণ আর্থিক নীতি নির্ধারণ করে এই কমিটি ৷ সেই কমিটির প্রধান করা হয়েছে জয় শাহকে ৷ অন্যদিকে, আইসিসি চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের জন্য রয়ে গেলেন নিউজিল্যান্ড ক্রিকেটের গ্রেগ বার্কলে ৷ তাঁকেও সর্বসম্মতিতে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়েছে (Greg Barclay Gets Second Term as ICC Chairman) ৷
প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই সভাপতি পদে দ্বিতীয়বার বসার সুযোগ দেওয়া হয়নি ৷ তার পরেই দাবি ওঠে সৌরভকে আইসিসি চেয়ারম্যান পদে ভারতের তরফে মনোনীত করা হোক ৷ কিন্তু, সেই দাবিও খুব একটা গ্রাহ্য করেনি বিসিসিআই ৷ তবে, প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ তাঁর অন্য আরেকটি পদ ধরে রাখলেন ৷ দ্বিতীয়বারের জন্য আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ ৷ মূলত, ক্রিকেটের নিয়মশৃঙ্খলা সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করে আইসিসি ক্রিকেট কমিটি ৷