পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুবাইয়ে গিয়ে লকডাউন থেকে আজ়াদি সৌরভের

সৌরভের দুবাই যাওয়ার কারণ কী ? 2021 সালের অসমাপ্ত আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করবে সংযুক্ত আরব আমিরশাহী ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত ৷

Sourav Ganguly
Sourav Ganguly

By

Published : Jun 4, 2021, 1:36 PM IST

দুবাই, 4 মে : করোনা সংক্রমণ রুখতে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ ৷ প্রতিটি মানুষকে কার্যত লকডাউনের নিয়ম মেনে চলতে হচ্ছে ৷ আপাতত 16 জুন পর্যন্ত এই বিধিনিষেধ চলবে ৷ শুধু এ রাজ্যই নয়, গোটা দেশেই কমবেশি লকডাউন পালিত হচ্ছে ৷ তবে লকডাউনের কড়াকড়ি থেকে দূরে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ নিজেকে লকডাউন মুক্ত ঘোষণা করেছেন মহারাজ ৷

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য সাউদাম্পটন যাচ্ছেন না বিসিসিআই প্রেসিডেন্ট ৷ জানা গিয়েছে, কড়া কোয়ারানটিন নিয়মের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সাউদাম্পটন যাওয়ার অনুমতি পাননি ৷ ব্রিটেন না গেলেও দুবাইয়ে গিয়েছেন সৌরভ ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে হাসিমুখের একটি ছবি পোস্ট করেছেন সৌরভ ৷ সঙ্গে ক্যাপশন, "দুবাইয়ে এসে লকডাউন থেকে মুক্ত ৷" ওই ছবি থেকে স্পষ্ট এইমুহূর্তে দুবাইয়ে রয়েছেন বোর্ড প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : ইডেনে বসতে চলেছে সৌরভ, ঝুলন, পঙ্কজ ও ডালমিয়ার মূর্তি

সৌরভের দুবাই যাওয়ার কারণ কী ? 2021 সালের অসমাপ্ত আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করবে সংযুক্ত আরব আমিরশাহী ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ তারপরই শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ গতবার সফলভাবে আইপিএল আয়োজন করেছিল ইউএই ৷ তাই আইপিএলের আয়োজন দেখতে আগেভাগে দুবাই পৌঁছে গিয়েছেন সৌরভ ৷ এছাড়া বছরের শেষে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের আসর বসার কথা ৷ তবে দেশের করোনা পরিস্থিতি যা তাতে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আয়োজন ভারতে হবে কি না সন্দেহ ৷ এক্ষেত্রে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ৷ জানা গিয়েছে, আইসিসি ইতিমধ্যেই বিসিসিআইকে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ভেনু ঠিক করে রাখতে বলেছে ৷ আইপিএলের আয়োজন দেখার ফাঁকে টি-20 বিশ্বকাপ নিয়ে কথা এগিয়ে রাখতে পারেন সৌরভ ৷

ABOUT THE AUTHOR

...view details