কলকাতা, 15 মে : করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । 50টি অক্সিজেন কনসেন্ট্রটর দান করলেন । তাঁর দেওয়া কনসেন্ট্রটরগুলি বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে । প্রয়োজন মতো যা করোনা আক্রান্তের চিকিৎসায় ব্যবহৃত হবে ।
তবে করোনা পরিস্থিতিতে সৌরভের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নতুন নয় । একবছর আগে লকডাউনের সময় চালের ব্যবস্থা করেছিলেন সৌরভ । বেলুড় মঠে গিয়ে মহারাজের হাতে তুলে দিয়েছিলেন চাল । বেলুড় মঠের সাহায্যে বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছিলেন ৷ এছাড়াও বিভিন্নভাবে আর্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ৷ বিসিসিআইয়ের তরফে ভারত সরকারের কোভিড ফান্ডে অনুদান দেওয়া হয় ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত তখন সেভাবে সামনে আসতে দেখা যায়নি মহারাজকে ৷ তাঁর এই নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছিল ৷ অবশেষে এগিয়ে এলেন সৌরভ ৷ হাসপাতালে এখন অক্সিজেনের প্রচুর চাহিদা ৷ তাই অক্সিজেন কনসেন্ট্রটর দান করার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ ৷