কলকাতা, 31 মে : করোনা আক্রান্তদের জন্য পঞ্চাশটি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এবার বিভিন্ন জেলায় অক্সিজন পাঠাচ্ছে সৌরভের ফাউন্ডেশন ৷ সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে অক্সিজেন পাঠানো হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৷
করোনা যুদ্ধে সৌরভের সাহায্যের হাত বাড়ানো এই প্রথম নয় ৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গতবছর থেকে দুঃস্থদের সেবায় হাত বাড়িয়ে দিয়েছেন ৷ তার সুফল পেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট । সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে সেখানে দু‘টো অক্সিজেন কনসেনট্রেটর পাঠানো হয়েছে । ইতিমধ্যে তার দেওয়া কনসেনট্রেটর বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে । যা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে ।