পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly Congratulates ISRO: চন্দ্রযান-3 মিশনে ইসরোর সাফল্যে অভিনন্দন সৌরভের - এশিয়া কাপ

Sourav Ganguly on Chandrayaan-3 Success: বুধবার সন্ধ্যায় সফলভাবে চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার অবতরণ করেছে চাঁদের দক্ষিণ মেরুতে ৷ সেই নিয়ে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাছাড়া আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দলকেই ফেবারিট মানতে নারাজ প্রাক্তন ভারত অধিনায়ক ৷

Sourav Ganguly Congratulates ISRO
সৌরভ গঙ্গোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 6:04 PM IST

Updated : Aug 25, 2023, 6:45 AM IST

ইসরোর সাফল্যে খুশি সৌরভ

কলকাতা, 24 অগস্ট:চন্দ্রযান-3 মিশনে ইসরোর সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এই নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত । যেভাবে খরচকে বেঁধে রেখে সাফল্য এসেছে, তা সৌরভের কথায়, “অসাধারণ ।”

বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে ভারত । বুধবার সন্ধ্যায় সফট ল্যান্ডিং হয়েছে চন্দ্রযান-3 মিশনের বিক্রম ল্যান্ডারের ৷ বৃহস্পতিবার সেই ল্যান্ডার থেকে বেরিয়ে চাঁদের মাটিতে অনুসন্ধানও শুরু করেছে রোভার প্রজ্ঞান ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্তরের মানুষ অভিনন্দন জানিয়েছে ভারতকে ৷ অভিনন্দন জানালেন সৌরভও ৷

অন্যদিকে বিশ্ব দাবায় খেতাবি লড়াইয়ে প্রজ্ঞানন্দর হাতে খেতাব দেখার আশায় রয়েছেন সৌরভ । তিনি বলেন, “আমি ওর খেলার খবর রেখেছি । আমার আগাম শুভেচ্ছা । আশা করি চ্যাম্পিয়ন হবে ৷’’ বৃহস্পতিবার দুপুরে একটি বহুজাতিক ধূপকাঠি কোম্পানির প্রচারে এসেছিলেন তিনি । সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

এদিকে কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়াকে ব্যান করেছে আর্ন্তজাতিক কুস্তি সংস্থা । যা নিঃসন্দেহে ভারতের কুস্তিগীরদের জন্য খারাপ খবর । সৌরভ বিষয়টি জানেন না বলে মন্তব্য করতে রাজি হননি । তবে আসন্ন এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের সাফল্য নিয়ে তিনি আশাবাদী । কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে কোনও দলকে ফেভারিট বাছতে রাজি নন সৌরভ । তাঁর মতে, দু’টো দলই ভালো । তিনি জানান, পাকিস্তান ভালো খেলছে । তাই নির্দিষ্ট দিনের পারফরম্যান্সে সাফল্য নির্ভর করবে ।

আরও পড়ুন:চাঁদের দক্ষিণ মেরুতে মানব উপনিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে, দাবি ইসরোর প্রধানের

যশপ্রীত বুমরা আয়ারল্যান্ড সফরে বল করেছেন । বুমরাকে বাইশ গজে ফিরতে দেখে খুশি সৌরভ । তিনি আশা করছেন, এবার পঞ্চাশ ওভারের ম্যাচেও বুমরাকে একই ছন্দে বল করতে দেখা যাবে । তবে যজুবেন্দ্র চাহালকে দলে না নেওয়ার ব্যাপারটি নির্বাচকদের সিদ্ধান্ত বলে এড়িয়ে গিয়েছেন ৷

Last Updated : Aug 25, 2023, 6:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details