কলকাতা, 24 অগস্ট:চন্দ্রযান-3 মিশনে ইসরোর সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এই নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত । যেভাবে খরচকে বেঁধে রেখে সাফল্য এসেছে, তা সৌরভের কথায়, “অসাধারণ ।”
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে ভারত । বুধবার সন্ধ্যায় সফট ল্যান্ডিং হয়েছে চন্দ্রযান-3 মিশনের বিক্রম ল্যান্ডারের ৷ বৃহস্পতিবার সেই ল্যান্ডার থেকে বেরিয়ে চাঁদের মাটিতে অনুসন্ধানও শুরু করেছে রোভার প্রজ্ঞান ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্তরের মানুষ অভিনন্দন জানিয়েছে ভারতকে ৷ অভিনন্দন জানালেন সৌরভও ৷
অন্যদিকে বিশ্ব দাবায় খেতাবি লড়াইয়ে প্রজ্ঞানন্দর হাতে খেতাব দেখার আশায় রয়েছেন সৌরভ । তিনি বলেন, “আমি ওর খেলার খবর রেখেছি । আমার আগাম শুভেচ্ছা । আশা করি চ্যাম্পিয়ন হবে ৷’’ বৃহস্পতিবার দুপুরে একটি বহুজাতিক ধূপকাঠি কোম্পানির প্রচারে এসেছিলেন তিনি । সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷