পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ভারতীয় দল দুরন্ত', টি-20 বিশ্বকাপে রোহিত-বিরাটের দলে থাকা নিয়ে কী বললেন মহারাজ! - সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly on Team India: কেপটাউনের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে রোহিত ব্রিগেড ৷ এরপরের লক্ষ্য টি-20 বিশ্বকাপ ৷ যা শুরু হচ্ছে জুন মাস থেকে ৷ এরইমাঝে দলে রোহিত-বিরাটের থাকা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ৷ অনেকেই বলছেন, দুই সিনিয়র কেবলমাত্র লাল বলে খেলুক। কেউ বলছেন তাঁদের টি-20 বিশ্বকাপ দলে দরকার ৷ এবার রোহিত-বিরাটের হয়ে ব্যাট ধরলেন মহারাজ ৷

টি-20 বিশ্বকাপে খেলা উচিত রোহিত-বিরাটদের
Sourav Ganguly on Team India

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 3:47 PM IST

Updated : Jan 7, 2024, 4:20 PM IST

রোহিত-বিরাটের দলে থাকা নিয়ে কী বললেন মহারাজ!

কলকাতা, 7 জানুয়ারি:"টি-20 বিশ্বকাপে খেলা উচিত রোহিত-বিরাটদের।" কেপটাউনে ঐতিহাসিক জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে 'সেরার সেরা' তকমা দিয়ে জানালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে এসে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানান, দল হিসেবে টিম ইন্ডিয়া যথেষ্ট শক্তিশালী।

কেপটাউনে ঐতিহাসিক জয় সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট বলেন, "ভারত ভালো দল। ভারত একটা হারলে লোকে এমন বলে যেন দলটা খারাপ। ওয়ান-ডে সিরিজ জিতল, টি-20 সিরিজ ড্র, টেস্ট সিরিজ ড্র। আর কী চাই। ভারতীয় দল ভালো দল।" টি-20 দলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রয়োজনীয়তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। বলা হচ্ছে দুই সিনিয়র কেবলমাত্র লাল বলে খেলুক। বাকি দুই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ান।সৌরভ গঙ্গোপাধ্যায় এই মতকে একপ্রকার 'বাপি বাড়ি যা' ঢংয়ে গ্যালারিতে পাঠালেন।

তাঁর মতে, রোহিত শর্মার নেতৃত্ব থাকা জরুরি। বিরাট কোহলি 14 মাস টি-20 ক্রিকেট খেলেননি। বলা হচ্ছে এই দীর্ঘ অনুপস্থিতিতে মানিয়ে নেওয়া কঠিন হবে। সৌরভ এক্ষেত্রেও কোহলির হয়ে ব্যাট ধরেছেন। তাঁর মতে, কিচ্ছু অসুবিধা হবে না। বিরাট কোহলি আউট স্ট্যান্ডিং ক্রিকেটার। এছাড়াও অনেকই বলছেন, বর্তমানে টিম ইন্ডিয়ার এক বড় স্তম্ভ দলের অধিনায়ক রোহিত শর্মা এবং চেজ মাস্টার বিরাট কোহলি। ব্যাট হাতে দু'জনেই এখনও প্রতিপক্ষ বোলারদের কাছে একটা বড় আতঙ্ক। তাই ওদের দলে থাকা উচিত ৷

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে রান পেয়েছেন তিনি। তাঁর প্রশংসা করে মহারাজ বলছেন, "তরুণ খেলোয়াড়। ভালো খেলেছে তো। সবে খেলতে এসেছে।" রবিবার সকালে বাঙালি শিল্পপতির স্বাস্থ্য পরিষেবায় বিনিয়োগের প্রশংসা করেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাঁর মতে, বাঙালি শিল্পপতি এগিয়ে আসছে এটা ভালো লক্ষণ।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী 1 জুন। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ড। ভারত গ্রুপ পর্বের সবক'টি ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের প্রথম ম্যাচ 5 জুন। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের বল গড়াবে 9 জুন। 12 জুন ভারত নামবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। 15 জুন ফ্লোরিডায় মুখোমুখি ভারত ও কানাডা। ফাইনাল হবে 29 জুন বার্বাডোজের মাটিতে। মোট 55টি ম্যাচ খেলা হবে 9টি ভেন্যুতে।

আরও পড়ুন:

  1. ফিল্ডার হিসেবে দুরন্ত রোহিত-কোহলির টি-20 বিশ্বকাপ খেলার পক্ষে মত সানির
  2. প্রকাশিত টি-20 বিশ্বকাপের সূচি, ভারত-পাক মহারণ কবে?
  3. রূপকথার শেষপর্বে 'হোয়াইট ওয়াশ' পাকিস্তান, ম্যাচ জিতিয়ে কুলীন ফরম্যাটকে গুডবাই ওয়ার্নারের
Last Updated : Jan 7, 2024, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details