কলকাতা, 7 জানুয়ারি:"টি-20 বিশ্বকাপে খেলা উচিত রোহিত-বিরাটদের।" কেপটাউনে ঐতিহাসিক জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে 'সেরার সেরা' তকমা দিয়ে জানালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে এসে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানান, দল হিসেবে টিম ইন্ডিয়া যথেষ্ট শক্তিশালী।
কেপটাউনে ঐতিহাসিক জয় সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট বলেন, "ভারত ভালো দল। ভারত একটা হারলে লোকে এমন বলে যেন দলটা খারাপ। ওয়ান-ডে সিরিজ জিতল, টি-20 সিরিজ ড্র, টেস্ট সিরিজ ড্র। আর কী চাই। ভারতীয় দল ভালো দল।" টি-20 দলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রয়োজনীয়তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। বলা হচ্ছে দুই সিনিয়র কেবলমাত্র লাল বলে খেলুক। বাকি দুই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ান।সৌরভ গঙ্গোপাধ্যায় এই মতকে একপ্রকার 'বাপি বাড়ি যা' ঢংয়ে গ্যালারিতে পাঠালেন।
তাঁর মতে, রোহিত শর্মার নেতৃত্ব থাকা জরুরি। বিরাট কোহলি 14 মাস টি-20 ক্রিকেট খেলেননি। বলা হচ্ছে এই দীর্ঘ অনুপস্থিতিতে মানিয়ে নেওয়া কঠিন হবে। সৌরভ এক্ষেত্রেও কোহলির হয়ে ব্যাট ধরেছেন। তাঁর মতে, কিচ্ছু অসুবিধা হবে না। বিরাট কোহলি আউট স্ট্যান্ডিং ক্রিকেটার। এছাড়াও অনেকই বলছেন, বর্তমানে টিম ইন্ডিয়ার এক বড় স্তম্ভ দলের অধিনায়ক রোহিত শর্মা এবং চেজ মাস্টার বিরাট কোহলি। ব্যাট হাতে দু'জনেই এখনও প্রতিপক্ষ বোলারদের কাছে একটা বড় আতঙ্ক। তাই ওদের দলে থাকা উচিত ৷