কলকাতা, 11 জানুয়ারি: বাংলাদেশ সফরে গত মাসে 126 বলে ওডিআই দ্বিশতরান করে চমকে দিয়েছিলেন ৷ একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি ওটাই ৷ কিন্তু তারপরেও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি বাঁ-হাতি ওপেনার ঈশান কিষাণের ৷ গুয়াহাটি ওডিআই-তে ঝাড়খণ্ড ব্যাটারকে সুযোগ না-দেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল ৷ কলকাতায় ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে বুধবার এক জুতো প্রস্তুতকারক সংস্থার প্রমোশনাল ইভেন্টে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন বিসিসিআই এবং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ তিনি জানালেন, দলে পাকাপাকি সুযোগের জন্য এখনও অপেক্ষা করতে হবে ঈশানকে (Sourav Ganguly backs Ishan Kishan after being dropped in first ODI) ৷
গত 10 ডিসেম্বর চট্টগ্রাম ওডিআই-তে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে 126 বলে দ্বিশতরান হাঁকিয়েছিলেন ঈশান কিষাণ ৷ দ্রুততম ওডিআই দ্বিশতরান হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন তরুণ স্টাম্পার-ব্যাটার (Ishan Kishan hits fastest ODI double hundred last month) ৷ কিন্তু সেই রাজকীয় ইনিংসও ওডিআই একাদশে পাকাপাকি জায়গা করে দিতে পারেনি ঈশানকে ৷ যা নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে ৷