কলম্বো, 18 জুলাই : প্রথম পরীক্ষায় উতরে গেল ভারতের তরুণ ব্রিগেড ৷ ব্যাটিং, বোলিং সব বিভাগেই শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলের পারফরম্যান্স চোখে পড়ল ৷ ব্যাট হাতে পৃত্থী শ, শিখর ধাওয়ান ও দুই অভিষেককারী ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবের দাপট দেখা গিয়েছে ৷ লঙ্কান ব্যাটসম্যানদের আগাগোড়া বিরক্ত করে গেল ভারতের স্পিন ব্রিগেড ৷ দলগত পারফরম্যান্সে লঙ্কানদের 7 উইকেটে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত ৷
আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দুসান শানাকা ৷ ভাল শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার অভিস্কা ফার্নান্দো ও মিনোদ ভানুকা ৷ জুটিতে 49 রান করেন তাঁরা ৷ শ্রীলঙ্কা শিবিরে প্রথম হানা দেন যুজবেন্দ্র চহাল ৷ আভিস্কাকে ফেরান তিনি ৷ কিছুক্ষণের মধ্যেই উইকেট সংগ্রহের খাতায় নিজের নাম তোলেন কুলদীপ যাদব ৷ ফেরান ভানুকা রাজাপাস্কেকে ৷ সেই ওভারেই ফের আঘাত হানেনে কুলদীপ ৷ এবার নেন ওপেনার মিনোদ ভুনাকার উইকেট ৷
শ্রীলঙ্কা ইনিংসের হাল ধরেন চারিথ আসালঙ্কা ও অধিনায়ক দুসান শানাকা ৷ আসালাঙ্কাকে ফেরান দীপক চাহার ৷ শানাকাকে ফেরান চাহাল ৷ তবে এরপর দুরন্ত ইনিংস খেলেন চামিকা করুনারত্নে ৷ 35 বলে অপরাজিত 43 রান করেন তিনি ৷ নির্ধারিত ওভারে 262 রানে থামে শ্রীলঙ্কা ৷ ভারতীয় বোলারদের মধ্যে চাহার, চহাল ও কুলদীপ নিয়েছেন 2টি করে উইকেট ৷ একটি উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া ৷