পুনে, 5 জানুয়ারি: স্কোরবোর্ডে শ্রীলঙ্কা 206 রান তোলার পরই দেওয়াল লিখনটা পড়ে ফেলেছিলেন অনুরাগীরা ৷ তবু অক্ষর প্যাটেল-সূর্যকুমার যাদবের ব্যাট আশা জাগিয়েছিল ভারতের ক্রিকেট অনুরাগীদের ৷ কিন্তু টপ-অর্ডার ব্যর্থ হওয়ার খেসারত দিতে হল টিম ইন্ডিয়াকে ৷ সিরিজের দ্বিতীয় ম্য়াচে হার্দিক পান্ডিয়া অ্য়ান্ড কোম্পানিকে 16 রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা (SL beat India by 16 runs) ৷ জলে গেল অক্ষর প্যাটেল এবং সূর্যকুমার যাদবের লড়াকু অর্ধশতরান ৷
207 রান তুলতে গিয়ে 57 রানের মধ্যে 5 উইকেট খোয়ানোর পর জয়ের আশা করাটা অন্য়ায় ৷ কিন্তু ষষ্ঠ উইকেটে ভারতকে এদিন তবুও আশে জুগিয়েছিলেন অক্ষর-সূর্যকুমার জুটি ৷ একসময় মনে হচ্ছিল সিংহলীদের মুখের গ্রাস কেড়ে পুনেতেই বুঝি সিরিজটা জিতে নেবে টিম ইন্ডিয়া ৷ ষষ্ঠ উইকেটে এই জুটি যোগ করে 91 রান ৷ 36 বলে 51 রান আসে সূর্যর ব্যাটে ৷ বিপক্ষ বোলারদের প্রতি আরও নির্দয় ছিলেন অক্ষর প্য়াটেল ৷ বল হাতে 2 উইকেট নেওয়ার পর ব্য়াট হাতে ঝড় তোলেন বাঁ-হাতি স্পিনার ৷