পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তৃতীয়দিন হরমনপ্রীতের স্পেলটাই টার্নিং পয়েন্ট, ম্যাচের সেরা হয়ে জানালেন স্নেহা - Sneh Rana on Skipper Harmanpreet Kaur Spell

Sneh Rana on Skipper Harmanpreet Kaur Spell: দুই ইনিংস মিলিয়ে 7 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্নেহা রানা ৷ তবে, তিনি মনে করেন ভারতের এই জয়ের পিছনে অন্যতম কারিগর অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ একমাত্র টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে হরমনপ্রীতের স্পেলের কারণেই ভারতীয় মহিলা দল সহজ জয় পেয়েছে ৷

Image Courtesy: BCCI Women X
Image Courtesy: BCCI Women X

By PTI

Published : Dec 24, 2023, 7:40 PM IST

মুম্বই, 24 ডিসেম্বর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট জয় যেমন একটা ইতিহাস ৷ তেমনি এই ঐতিহাসিক ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে, অলরাউন্ডার স্নেহা রানা নিজেও সেই ইতিহাসের বড় অংশ হয়ে গেলেন ৷ কিন্তু, ঐতিহাসিক টেস্ট জয়ের কৃতিত্ব তিনি দিচ্ছেন অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ৷ কারণ, হরমনপ্রীতের 9 ওভারের স্পেলের কারণেই ভারতীয় মহিলা ক্রিকেট দল শেষদিনে 8 উইকেটের সহজ জয় পেয়েছে বলে মনে করেন স্নেহা ৷

স্নেহ এদিন বলেন, ‘‘আমরা ম্যাচের পরিস্থিতি নিয়ে খুব একটা ভাবিনি ৷ শুধুমাত্র সেই সময় কী করণীয় তা নিয়ে ভেবেছি ৷ সেখানেই হরমনপ্রীতের 2 উইকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷’’ একদিক থেকে দেখলে স্নেহা রানার এই বক্তব্য একেবারেই সঠিক ৷ কারণ, তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো জায়গায় ছিল ৷ সেই সময় তাহলিয়া ম্যাকগ্রা (73) এবং অজি অধিনায়ক অ্যাশলে হিলি (32) দারুণভাবে অস্ট্রেলিয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময় হরমন প্রথমে হেলিকে এবং তার কয়েক ওভার পর ম্যাকগ্রাকে প্যাভিলিয়নে ফেরান ৷

পরপর দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান গতি কমে যায় ৷ সেখান থেকে উইকেট বাঁচানোর খেলা শুরু করে ক্যাঙারু ব্রিগেড ৷ ফলে একটা সময় তৃতীয় দিনে অস্ট্রেলিয়া যেখানে তিনশোর কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে হচ্ছিল ৷ সেখানে 5 উইকেট হারিয়ে মাত্র 233 রানে দিনের খেলা শেষ করে ৷ এই জয় নিয়ে কোচ অমল মজুমদারের প্রশংসাও করেছেন ডানহাতি স্পিনার ৷ কোচ হিসেবে প্রত্যেক খেলোয়াড়ের থেকে ভালো পারফরম্যান্স বের করে আনার কৃতিত্ব তিনি মুম্বইয়ের প্রাক্তন রঞ্জি প্লেয়ারকে দিয়েছেন ৷

স্নেহ রানা বলেন, ‘‘হরমন আগেও বলেছে, তাঁর (অমল মজুমদার) এই দলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ উনি একজন খুবই অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন এবং তাঁর সেই অভিজ্ঞতা অনুযায়ী, প্রতিটি পরামর্শ আমাদের সাহায্য় করেছে ৷ আমরা শুধু সেই পরামর্শগুলি মেনে চলার চেষ্টা করেছি ৷ আর তার ফল এই দুই টেস্ট ম্যাচে পেয়েছি ৷ আমরা খুবই ভাগ্যবান, যে উনি আমাদের কোচ হয়ে এসেছেন ৷ ভবিষ্য়তেও আমরা ওনার তত্ত্বাবধানে ভালো পারফর্ম করব, এই আশা রাখছি ৷’’

আরও পড়ুন:

  1. মুম্বইয়ে ইতিহাস হরমনপ্রীতদের, টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে 'বধ' ভারতীয় মেয়েদের
  2. বল হাতে হরমনের কামাল, ম্যাকগ্রাকে ফেরাতেই জয়ের গন্ধ ভারতীয় শিবিরে
  3. অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি রিচার, অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড হরমনপ্রীতদের

ABOUT THE AUTHOR

...view details