পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিরাটের মানসিক দৃঢ়তায় মুগ্ধ স্যর ভিভ, নকআউটে আগ্রাসী ক্রিকেট বজায় রাখার পরামর্শ ভারতকে - Sir Vivian Richards Gives A Advice to Indian Team

Sir Vivian Richards Gives A Advice to Indian Team: ভারতীয় দলের আগ্রাসী ক্রিকেটের ভক্ত হয়ে গিয়েছেন কিংবদবন্তি স্যর ভিভিয়ান রিচার্ডস ৷ তাই নক-আউটে যেন ভারত নিজেদের গুটিয়ে না নেয়, সেই পরামর্শই দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 4:43 PM IST

হায়দরাবাদ, 11 নভেম্বর: তিনি দু’বারের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ৷ তাঁর বিস্ফোরক ব্যাটিং প্রতিপক্ষ বোলদের কুঁকড়ে রাখত ৷ তিনি ক্যারিবিয়ান কিংবদন্তি স্যর ভিভিয়ান রিচার্ডস ৷ আর বর্তমান প্রজন্মে তাঁর প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ৷ আর প্রিয় দল ভারত ৷ জানালেন, একবছর আগে পর্যন্ত বিরাট যে সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, সেখান থেকে এভাবে ফিরে আসা প্রমাণ করে যে; বিরাট কোহলি একজন মহান ক্রিকেটার ৷ সঙ্গে নক-আউটের আগে ভারতীয় দলকে ভিভের পরামর্শ, আগ্রাসী ক্রিকেট থেকে যেন কখনই পিছিয়ে না-আসে তারা ৷

1975 ও 1979 সালের বিশ্বকাপে ভিভ রিচার্ডসের ভয়ডরহীন ও আক্রমণাত্মক ব্যাটিং ছিল প্রতিপক্ষের কাছে ত্রাস ৷ সেই একই ধরন বর্তমানে দেখা যাচ্ছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের মধ্যে ৷ প্রতিপক্ষ যেই হোক না কেন, কাউকে পরোয়া না-করার মানসিকতা দেখিয়েছে ভারত ৷ এমনকী নিজেদের পরে, বিশ্বকাপের আরও দু'টি ধারাবাহিক দল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত ৷ যেখানে ভারতের বিরুদ্ধে হারের রেশ আরও তিন ম্যাচে বয়ে বেরিয়েছিল কিউয়িরা ৷

ভারতীয় দলের এই আগ্রাসনে মুগ্ধ ভিভ ৷ আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ভারতের একটা মানসিকতা তৈরি হয়েছে ৷ তারা পুরো টুর্নামেন্টটা এই এক ভঙ্গিতে খেলে যাবে ৷ আর এই মানসিকতা আমারও হত, যদি আমি বিশ্বকাপে ওই ড্রেসিংরুমে থাকতাম ৷ সঙ্গে থাকা সব অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ঝাঝরা করে দাও ৷ এই ধরণটা এখনও পর্যন্ত দারুণভাবে কাজ করেছে ৷ কিন্তু, যদি এতে বদল আনা হয়, তাহলে পরিস্থিতি উলটে যেতে পারে ৷’’

তাই ভিভের পরামর্শ, এই আগ্রাসনকে যেন কখনই না ছাড়েন রোহিত শর্মা এবং দলের বাকি ক্রিকেটাররা ৷ তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি ওরা পুরো টুর্নামেন্টটা অপরাজেয় থাকবে ৷ যা চেষ্টা করলে সত্যি হতে পারে ৷ এই অ্যাপ্রোচে একটা ভয় তৈরি হতেই পারে যে, ‘আমরা এই বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ খেলেছি, কিন্তু, সেমিফাইনালে হয়তো আমাদের খারাপ দিন হলেও হতে পারে ৷’ ওদের এই আশঙ্কা ও ভয়ের মতো নেতিবাচক দিকগুলিকে উড়িয়ে দিয়ে মাঠে নামা উচিত ৷

এই বিশ্বকাপে ভিভকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন বিরাট কোহলি ৷ কারণ একটাই, হাজারো সমালোচনা ও নেতিবাচক মতামতের মধ্যে থেকেও যেভাবে বিরাট নিজের সেরাটা বের করে এনেছেন ৷ যে ভাবে ক্রিকেট মাঠে ফের নিজের দাপট ফিরিয়ে এনেছেন, তাতে মুগ্ধ বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ান ৷ তিনি বলেন, ‘‘বিরাট একজন দক্ষ ব্যক্তি এবং তাঁকে আলাদা করে তাঁর মানসিক শক্তি ৷ আমি বিরাটের একজন বড় অনুরাগী ৷ আর সেটা দীর্ঘ সময় ধরে ৷ প্রতিবার ও প্রমাণ দিয়েছে, কেন সর্বকালীন সেরা ব্যাটারদের একজন ও ৷ ঠিক মহান সচিন তেন্ডুলকরের মতো ৷’’

এ প্রসঙ্গে বিশ্বকাপের একবছর আগেও বিরাটের কঠিন সময়ের কথা উল্লেখ করেন ভিভ রিচার্ডস ৷ যেখানে রান না-পাওয়া নিয়ে হাজারো সমালোচনা শুনতে হয়েছিল বিরাটকে ৷ সঙ্গে ছিল বিশেষজ্ঞদের নানান পরামর্শ ৷ সেখান থেকে গত একবছরে ধীরে ধীরে ফর্মে ফিরেছেন বিরাট ৷ আর এই বিশ্বকাপে নিজেদের সেরা ক্রিকেটটা খেলছেন তিনি ৷ যা বিশ্বকাপ জয়ের জন্য ভারতের অন্যতম রসদ বলে মনে করছেন স্যর ভিভিয়ান রিচার্ডস ৷

আরও পড়ুন:

  1. 'ইমপসিবল'-ই থেকে গেল আফগানদের মিশন, গ্লাভস হাতে রেকর্ড ছুঁলেন ডি'কক
  2. ম্যাচের আগেই শেষ পাকিস্তানের অবাস্তব সেমিফাইনাল-অংক, টস জিতে ব্যাটিং ইংল্যান্ডের
  3. বিদায়বেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ, সান্ত্বনা পুরস্কারেই ক্ষত ঢাকতে চাইছে ইংল্যান্ড

ABOUT THE AUTHOR

...view details