লন্ডন, 11 জুন:টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে ভারতীয় দল। দিনের শেষে অজিরা অ্যাডভান্টেজ থাকলেও ভারতের আশা ভরসা এখন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের জুটি। কিন্তু এই অ্যাডভান্টেজটুকুও হয়তো অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে থাকত না যদি না আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতেন ভারতীয় ওপেনার শুভমন গিল। পঞ্জাব ব্যাটারের আউট নিয়ে জোর চর্চা এখন ক্রিকেটমহলে। এবার গ্রিনের বিতর্কিত ক্যাচ নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট করলেন খোদ শুভমন গিল ৷
সোশাল মিডিয়ায় গ্রিনের ক্যাচ ধরার ছবি পোস্ট করে জোড়া আতস কাঁচের ইমোজি পোস্ট করেন গিল ৷ ওভালে অস্ট্রেলিয়ার দেওয়া 444 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। অধিনায়কের সঙ্গে ওপেনিং জুটিতে 41 রান যোগ করার একপ্রকার দুর্ভাগ্যের শিকার হলেন গিল। গ্রিন ক্যাচ ধরলেও তা মাটিতে ছুঁয়েছে কি না, তা নিয়ে উত্তাল সোশাল মিডিয়া। আম্পায়র আউট দিলেও ভিডিয়ো দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন বল মাটিতে স্পর্শ করেছে। তারপরেও কী করে তৃতীয় আম্পায়ার আউট দিয়ে দিলেন! বড় ম্যাচে এমন সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।