পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: পাক ম্যাচে ফিরছেন শুভমন ? গিলকে নিয়ে জল্পনা মেটালেন রোহিত

Rohit Sharma drops major hint on Shubman: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভমন ৷ স্বপ্নের ফর্মে থাকা গিলকে ছাড়াই প্রথম দু’ম্যাচে টিম গড়েছিলেন রোহিত শর্মা ৷ তৃতীয় ম্যাচে ফের দলে ফিরতে তৈরি পঞ্জাব তনয় ৷ লিখলেন মিনাক্ষী রাও ৷

ICC World Cup
ICC World Cup

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 8:45 PM IST

Updated : Oct 13, 2023, 10:28 PM IST

আমেদাবাদ, 13 অক্টোবর: বিশ্বকাপে ভারত-পাক ডুয়েলের আগে শিরোনামে সেই শুভমন গিল ৷ বিশ্বসেরা হওয়ার লক্ষে নামার আগেই কার্যত ছিটকে যেতে বসেছিলেন ভারতের অন্যতম ব্যাটিং ভরসা ৷ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পঞ্জাব তনয় ৷ এই মুহূর্তে স্বপ্নের ফর্মে থাকা শুভমনকে ছাড়াই প্রথম দু’ম্যাচে টিম গড়েছিলেন রোহিত শর্মা ৷ তবে পাক ম্যাচে সম্ভবত একাদশে ফিরছেন গিল ৷

এদিন সাংবাদিক সম্মেলনে অধিনায়ক জানিয়ে দিলেন, ‘‘ভারতীয় ওপেনার 99 শতাংশ ফিট ৷ মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন শুভমন ৷’’ বুধবার সকাল 11টা নাগাদ গিল পৌঁছন আমেদাবাদে ৷ তারপর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেটে এক ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাটিং অনুশীলন করেন তিনি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভালোই ব্যাট করেছিলেন ঈশান কিষাণ ৷ কিন্তু শেষমেশ অর্ধশতরানের আগেই প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷

শাহিন শাহ আফ্রিদির মতো বোলার রয়েছে পাকিস্তান দলে ৷ বাঁ হাতি বোলারের বিরুদ্ধে ভারতীয় দলের অনেকেরই দূর্বলতা রয়েছে ৷ এদিন বাঁ হাতি থ্রো-ডাউন এক্সপার্ট নোয়ান সেনেভিরান্তের সামনে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন তিনি ৷ শুভমন যদি দলে ফেরেন তাহলে শক্তি আরও অনেকটাই বাড়বে ৷

উল্লেখ্য, গত 4 অক্টোবর শুভমন ডেঙ্গি আক্রান্ত হন ৷ এর পর বিসিসিআই-এর চিকিৎসকদের তত্ত্বাবধানে চেন্নাইয়ে টিম হোটেলেই ছিলেন ৷ কিন্তু, 10 অক্টোবর জানা যায়, প্লেটলেট কাউন্ট কমে যাওয়ায় চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভরতি করানো হয় ভারতীয় ওপেনারকে ৷ সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করা হয় ৷ এমনকি দলের চিকিৎসক রিজওয়ান খান শুভমনের সঙ্গেই ছিলেন ৷ এই মুহূর্তে 24 বছরের ভারতীয় ব্যাটার দুরন্ত ফর্মে রয়েছেন ৷ শেষ পাঁচটি ওয়ান-ডে ম্যাচে 2টি সেঞ্চুরি এবং একটি হাফ-সেঞ্চুরি রয়েছে শুভমনের ৷

আরও পড়ুন: মোতেরায় মহারণ ! পাক ‘বধে’ রোহিত-বিরাটের ব্যাটই বাজি ভারতের

Last Updated : Oct 13, 2023, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details