ইন্দোর, 24 সেপ্টেম্বর: সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ৷ এই সকল নাম সমৃদ্ধ ভারতীয় ক্রিকেটের এক এলিট ব্যাটিং ক্লাবে নিজের নাম তুললেন শুভমন গিল ৷ চলতি বছর অর্থাৎ, 2023 সালে ওয়ান-ডে ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি করে সচিন-বিরাটদের সারিতে নিজের নামটা তুলে ফেললেন 24 বছরের এই ওপেনার ৷ এদিন 97 বলে 104 রানের ইনিংস খেলেন তিনি ৷ সবচেয়ে বেশিবার এক বছরে পাঁচটি ওয়ান-ডে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির নামে ৷
চলতি বছরে ওয়ান-ডে ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি করে ফেললেন শুভমন ৷ চলতি সিরিজে এখনও একটি ম্যাচ বাকি ৷ এরপর বিশ্বকাপে আরও 9টি ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনালে কোয়ালিফাই করলে আরও 2টি ম্যাচ খেলার সুযোগ থাকছে তাঁর কাছে ৷ ফলে 2023 সালে শুভমনের সেঞ্চুরির পালা শেষ হয়ে গিয়েছে, বলা যাবে না ৷ এই অসামান্য রেকর্ড সবচেয়ে বেশিবার করেছেন বিরাট কোহলি ৷ 2012 সালে প্রথমবার এই কৃতিত্ব অর্জন করেন বিরাট ৷ সে বছর পাঁচটি সেঞ্চুরি করেছিলেন ৷