পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ডেঙ্গিতে আক্রান্ত শুভমন, অস্ট্রেলিয়া ম্যাচে অনিশ্চিত তারকা ওপেনার - ICC World Cup India News

বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা ৷ সূত্রের খবর, ডেঙ্গিতে আক্রান্ত ভারতের তারকা ওপেনার শুভমান গিল ৷ স্বভাবতই চিন্তা বাড়ল রোহিতদের ৷

ETV Bharat
ডেঙ্গি আক্রান্ত

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 8:29 AM IST

Updated : Oct 6, 2023, 10:37 AM IST

চেন্নাই, 6 অক্টোবর: ক্রিকেট উত্তাপের পারদ ক্রমশ চড়ছে ! গতকাল থেকে ক্রিকেট বিশ্বকাপও শুরু হয়ে গিয়েছে ৷ এমনই আবহে অসুস্থ তরুণ বাঁহাতি ব্যাটসম্যান শুভমান গিল ৷ সূত্রের খবর, তিনি ডেঙ্গি আক্রান্ত ৷ আর সামনেই বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ ৷ এই ম্যাচে শুভমনের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷

8 অক্টোবর বিশ্বকাপ ম্যাচের আগে শুভমানের এই অসুস্থতা ভারতের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তার ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, যদি একান্তই শুভমান ওপেনার হিসেবে নামতে না-পারেন, তাহলে ঈশান কিষাণ হয়তো তাঁর জায়গায় নেবেন ৷ সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন শুভমান ৷ এবছরে 20 ওভারের একদিনের আন্তর্জাতিক ম্যাচে শুভমান 1 হাজার 230 রান করেছেন ৷ স্ট্রাইক রেট 105-এর বেশি ৷ পাঁচটি সেঞ্চুরি এবং 5টি অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি ৷ এই অবস্থায় গিলের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুটা হলেও ভারতকে বেকায়দায় ফেলবে বলে মনে করা হচ্ছে ৷

সূত্রের খবর, প্রবল জ্বরে ভুগছেন বাঁহাতি ওপেনার ৷ শুক্রবার তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে ৷ ডেঙ্গি পরীক্ষাও হবে ৷ এরপরেই নিশ্চিত হওয়া যাবে, তিনি আদৌ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে থাকতে পারবেন কি না ৷

বিসিসিআই সূত্রের খবর, চেন্নাইয়ে নামার পরেই জ্বর আসে শুভমানের ৷ তারপর থেকে প্রবল জ্বরে ভুগছেন গিল ৷ ইতিমধ্যে তাঁর কয়েকটি স্বাস্থ্য় পরীক্ষা করা হয়েছে ৷ শুক্রবার আবারও হবে ৷ এরপর জানা যাবে, বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি ওপেন করতে পারবেন কি না ৷ তবে ডেঙ্গিতে আক্রান্ত শুভমান বেশ কয়েকটি খেলা থেকে বাদ পড়তে পারেন বলে আশঙ্কা করছে বিভিন্ন মহল ৷

আরও পড়ুন: সচিনের শিল্প, রাহুলের ধ্রুপদী চাল; রাচিনের ব্যাটে দুই কিংবদন্তিকে খুঁজে পেল ক্রিকেটভক্তরা

Last Updated : Oct 6, 2023, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details