আমেদাবাদ, 1 ফেব্রুয়ারি: 'ব্যাক টু ব্যাক' সেঞ্চুরি ৷ ভারতীয় হিসেবে ওয়ান-ডে'তে দ্রুততম হাজার রান, পঞ্চম ভারতীয় হিসেবে ওডিআই দ্বিশতরানের পর এবার কুড়ি-বিশের ক্রিকেটে শতরান ৷ কুঁড়ি থেকে যেন ফুল হয়ে ফুটছেন শুভমন গিল ৷ বুধবার আমেদাবাদে নরেন্দ্র মোদির নামাঙ্কিত স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে টি-20 সিরিজের নির্ণায়ক ম্যাচে আবারও ঝলসে উঠলেন পঞ্জাব তনয় (Shubman Gill Hits Maiden T20 Century in Ahmedabad) ৷ তাঁর অভিষেক টি-20 শতরানে সফরকারী দলকে 235 রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া ৷ 63 বলে অপরাজিত 126 রানের বিস্ফোরক ইনিংস এল গিলের ব্যাটে (Gill Scores 126 runs from 63 balls) ৷
লখনউয়ে কষ্টার্জিত জয়ে সিরিজে সমতা ফেরানোর পর নির্ণায়ক ম্যাচে এদিন টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ ঈশান কিষাণ শুরুতে ফিরলেও দ্বিতীয় উইকেটে শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে দ্রুতগতিতে রান তুলতে থাকেন রাহুল ত্রিপাঠী ৷ মাত্র 7 ওভারে জুটিতে 80 রানের অবদান রেখে ব্যক্তিগত 44 রানে ডাগ-আউটে ফেরেন ত্রিপাঠী ৷ 22 বলে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারের ইনিংস সাজানো ছিল 4টি চার, 3টি ছয়ে ৷ যদিও থামানো যায়নি স্বপ্নের ফর্মে থাকা গিলকে ৷