হারারে, 22 অগস্ট: ওয়ান-ডে একাদশে ক্রমেই নিজের জায়গা পোক্ত করে নিচ্ছেন শুভমন গিল (Shubman Gill) ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে চলটি ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতরান করেছিলেন পঞ্জাব ব্যাটার ৷ আর সিরিজের তৃতীয় তথা শেষ ম্য়াচে এসে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান হাঁকালেন গিল (Shubman Gill hits his first International century) ৷ হারারেতে নিয়মরক্ষার ম্যাচে 82 বলে তিন অঙ্কের রান পূর্ণ করলেন তরুণ ওপেনার ৷ গিলের ব্য়াটে ভর করে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে 290 রানের লক্ষ্যমাত্রা দিল 'মেন ইন ব্লু' ৷
প্রথম দু'ম্যাচে রান তাড়া করে জয়ের পর হারারেতে তৃতীয় ম্যাচে এদিন টস জিতে প্রথমে ব্য়াটিং'য়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ৷ যদিও এদিন অধিনায়কের সঙ্গে ওপেনিংয়ে ফিরেছিলেন কেএল রাহুল ৷ দক্ষিণী ব্যাটার 30 রানে ফিরে যাওয়ার পর ক্রিজে নামেন গিল ৷ শুরু থেকেই এনগারাভা, ইভান্সদের উপর চড়াও হন পঞ্জাব তনয় ৷ প্রথম পঞ্চাশ 51 বলে এলেও অর্ধশতরানের পর মারমুখী হয়ে ওঠেন গিল ৷