পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs ZIM গিলের প্রথম আন্তর্জাতিক শতরান, নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবোয়েকে 290 রানের লক্ষ্যমাত্রা দিল ভারত - Shubman Gill hits his first International century in third ODI against Zimbabwe

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ম্য়াচে এসে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান হাঁকালেন গিল (Shubman Gill hits his first International century) ৷ মূলত গিলের ব্যাটেই 50 ওভারে 8 উইকেট হারিয়ে 289 রান তোলে ভারত (India sets 290 runs target for Zimbabwe in third ODI) ৷

Etv Bharat
গিলের প্রথম আন্তর্জাতিক শতরান

By

Published : Aug 22, 2022, 3:52 PM IST

Updated : Aug 22, 2022, 5:03 PM IST

হারারে, 22 অগস্ট: ওয়ান-ডে একাদশে ক্রমেই নিজের জায়গা পোক্ত করে নিচ্ছেন শুভমন গিল (Shubman Gill) ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে চলটি ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতরান করেছিলেন পঞ্জাব ব্যাটার ৷ আর সিরিজের তৃতীয় তথা শেষ ম্য়াচে এসে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান হাঁকালেন গিল (Shubman Gill hits his first International century) ৷ হারারেতে নিয়মরক্ষার ম্যাচে 82 বলে তিন অঙ্কের রান পূর্ণ করলেন তরুণ ওপেনার ৷ গিলের ব্য়াটে ভর করে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে 290 রানের লক্ষ্যমাত্রা দিল 'মেন ইন ব্লু' ৷

প্রথম দু'ম্যাচে রান তাড়া করে জয়ের পর হারারেতে তৃতীয় ম্যাচে এদিন টস জিতে প্রথমে ব্য়াটিং'য়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ৷ যদিও এদিন অধিনায়কের সঙ্গে ওপেনিংয়ে ফিরেছিলেন কেএল রাহুল ৷ দক্ষিণী ব্যাটার 30 রানে ফিরে যাওয়ার পর ক্রিজে নামেন গিল ৷ শুরু থেকেই এনগারাভা, ইভান্সদের উপর চড়াও হন পঞ্জাব তনয় ৷ প্রথম পঞ্চাশ 51 বলে এলেও অর্ধশতরানের পর মারমুখী হয়ে ওঠেন গিল ৷

আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয়, জিম্বাবোয়েতে সিরিজ জিতল ধাওয়ানের ভারত

ধাওয়ান 40, ঈশান কিষাণ 50 করে ফিরে গেলেও ফোকাস হারাননি প্রাক্তন নাইট তারকা ৷ শেষ পর্যন্ত 82 বলে প্রথম শতরান পূর্ণ করেন তিনি ৷ অর্থাৎ, গিলের পরের 50 রান আসে মাত্র 31 বলে ৷ শেষ পর্যন্ত 97 বলে 130 রান করে ইনিংসের শেষ ওভারে ফিরে যান তিনি (Shubman Gill scores 130 runs from 97 balls) ৷ তাঁর ইনিংস সাজানো ছিল 15টি চার এবং একটি ছয়ে ৷ শেষদিকে দীপক হুডা, সঞ্জু স্যামসন, অক্ষর প্য়াটেলের কেউই রান পাননি ৷ মূলত গিলের ব্যাটেই 50 ওভারে 8 উইকেট হারিয়ে 289 রান তোলে ভারত ৷

Last Updated : Aug 22, 2022, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details