হায়দরাবাদ, 18 জানুয়ারি: কেরিয়ারের তৃতীয় শতরানকে দ্বিশতরানে রূপান্তরিত করলেন শুভমন গিল ৷ বুধবার নিজামের শহরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন 'পঞ্জাব দ্য পুত্তর' ৷ সতীর্থ ঈশান কিষাণের নজির ভেঙে কনিষ্ঠ ব্যাটার হিসেবে ওডিআই ডাবল সেঞ্চুরিতে হাঁকালেন শুভমন ৷ গত ডিসেম্বরে কনিষ্ঠ ব্যাটার হিসেবে ওয়ান-ডে'তে দ্বিশতরান হাঁকিয়েছিলেন ঈশান কিষাণ ৷ একমাস আটদিনের ব্যবধানে গিলের ব্যাটে ভাঙল সেই রেকর্ড ৷ 149 বলে তরুণ ওপেনারের 208 রানের ইনিংস কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে পৌঁছে দিল রানের চূড়ায় ৷ শিপলে-ফার্গুসন, টিকনারদের বেধড়ক ঠেঙিয়ে 50 ওভারে 349 রান তুলল ভারত ৷
এও এক রেকর্ড ৷ ব্ল্যাক ক্যাপস-এর বিরুদ্ধে ঘরের মাঠে এটাই সর্বাধিক রানের স্কোর ভারতের ৷ তবে উপ্পলে এদিন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কেবলই শুভমন ৷ সচিন, সেহওয়াগ, রোহিত, ঈশানের পর পঞ্চম ভারতীয় হিসেবে ওডিআই ডাবল সেঞ্চুরি এল প্রাক্তন নাইটের ব্যাটে ৷ 49তম ওভারে লকি ফার্গুসনকে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন (Shubman Gill hits double ton against NZ in Hyderabad) ৷ এরপর তাঁর সেলিব্রেশনও ছিল উল্লেখযোগ্য ৷