পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ 1st ODI: কনিষ্ঠ ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি শুভমনের - কিউয়িদের বিরুদ্ধে রেকর্ড রান ভারতের

হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচে দ্বিশতরান এল শুভমন গিলের ব্যাটে ৷ গিলের ডাবল সেঞ্চুরিতে ভর করে কিউয়িদের বিরুদ্ধে রেকর্ড রান গড়ল ভারত ৷ ইনিংসের শেষদিকে লকি ফার্গুসনকে ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকান শুভমন (Shubman Gill hits double ton against NZ in Hyderabad) ৷

IND vs NZ 1st ODI
ডাবল সেঞ্চুরি শুভমনের

By

Published : Jan 18, 2023, 5:26 PM IST

Updated : Jan 18, 2023, 7:32 PM IST

হায়দরাবাদ, 18 জানুয়ারি: কেরিয়ারের তৃতীয় শতরানকে দ্বিশতরানে রূপান্তরিত করলেন শুভমন গিল ৷ বুধবার নিজামের শহরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন 'পঞ্জাব দ্য পুত্তর' ৷ সতীর্থ ঈশান কিষাণের নজির ভেঙে কনিষ্ঠ ব্যাটার হিসেবে ওডিআই ডাবল সেঞ্চুরিতে হাঁকালেন শুভমন ৷ গত ডিসেম্বরে কনিষ্ঠ ব্যাটার হিসেবে ওয়ান-ডে'তে দ্বিশতরান হাঁকিয়েছিলেন ঈশান কিষাণ ৷ একমাস আটদিনের ব্যবধানে গিলের ব্যাটে ভাঙল সেই রেকর্ড ৷ 149 বলে তরুণ ওপেনারের 208 রানের ইনিংস কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে পৌঁছে দিল রানের চূড়ায় ৷ শিপলে-ফার্গুসন, টিকনারদের বেধড়ক ঠেঙিয়ে 50 ওভারে 349 রান তুলল ভারত ৷

এও এক রেকর্ড ৷ ব্ল্যাক ক্যাপস-এর বিরুদ্ধে ঘরের মাঠে এটাই সর্বাধিক রানের স্কোর ভারতের ৷ তবে উপ্পলে এদিন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কেবলই শুভমন ৷ সচিন, সেহওয়াগ, রোহিত, ঈশানের পর পঞ্চম ভারতীয় হিসেবে ওডিআই ডাবল সেঞ্চুরি এল প্রাক্তন নাইটের ব্যাটে ৷ 49তম ওভারে লকি ফার্গুসনকে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন (Shubman Gill hits double ton against NZ in Hyderabad) ৷ এরপর তাঁর সেলিব্রেশনও ছিল উল্লেখযোগ্য ৷

আরও পড়ুন:সেঞ্চুরির প্রতীক্ষায় থাকা 'বিরাট' ফ্যান বিয়ে সারলেন 74তম শতরানের সন্ধেয়

দ্বিশতরান পূর্ণ করার আগেই এদিন সচিন তেন্ডুলকরের একটি নজির ভাঙেন শুভমন ৷ কিউয়িদের বিরুদ্ধে এতদিন সর্বাধিক ব্যক্তিগত রানের (186*) নজির ছিল মাস্টার-ব্লাস্টারের ৷ এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন পঞ্জাব ওপেনার ৷ দলের বাকি ব্যাটাররা যখন 40 রানের গণ্ডি টপকাতে ব্যর্থ তখন ধ্রপদী দ্বিশতরানে উপ্পল মাতালেন শুভমন গিল ৷ এদিন প্রথমে 88 বলে শতরান পূর্ণ করেন প্রাক্তন নাইট তারকা ৷ পরে 145 বলে শতরানকে দ্বিশতরানে রূপান্তরিত করেন তিনি ৷ শুভমানের ইনিংস এদিন সাজানো ছিল 19টি চার এবং 9টি ছক্কায় ৷

শেষ পর্যন্ত 149 বলে 208 রান করে অন্তিম ওভারে আউট হন তিনি (Gill scored 208 runs from just 149 balls) ৷ আর ভারতীয় ওপেনারের সামনে অনভিজ্ঞ কিউয়ি বোলাররা খরচ করলেন দেদার রান ৷ হেনরি শিপলে 74, লকি ফার্গুসন 77, ব্লেয়ার টিকনার 69, অভিজ্ঞ মিচেল স্যান্টনার খরচ করলেন 56 রান ৷

Last Updated : Jan 18, 2023, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details