হায়দরাবাদ, 18 জানুয়ারি:শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে যেখানে থেমেছিলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন শুভমন গিল ৷ চারদিনের ব্যবধানে ফের ওডিআই শতরান হাঁকালেন পঞ্জাব তনয় (Shubman Gill hits Century in first ODI against NZ) ৷ শুভমনের তৃতীয় ওডিআই শতরানের হাত ধরে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই-তে বড় রানের লক্ষ্যে এগোচ্ছে ভারত ৷
মিচেল স্যান্টনারকে লং-অনে ঠেলে ইনিংসের 30তম ওভারে শতরান পূর্ণ করেন ভারতীয় ওপেনার ৷ 88 বলে কেরিয়ারের তৃতীয় ওয়ান ডে শতরান পূর্ণ করেন গিল (Gill completes his century from 88 balls) ৷ শতরান পূর্ণ করার অনতিপরেই এদিন উপ্পলে আরও একটি মাইলস্টোন স্পর্শ করেন পঞ্জাব-তনয় ৷ মাত্র 19 ইনিংসে ওডিআই ক্রিকেটে হাজার রানের মাইলফলক ছুঁলেন গিল ৷ যা ভারতীয়দের মধ্যে দ্রুততম (Gill becomes the fastest Indian to score 1000 ODI runs) ৷ এই নজির গড়ার পথে গিল এদিন ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকে (24) ৷ সামগ্রিকভাবে তালিকার দ্বিতীয়স্থানে উঠে এলেন বছর তেইশের ব্যাটার ৷