তিরুঅনন্তপুরম, 15 জানুয়ারি: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে জোড়া সেঞ্চুরি ভারতের ৷ শুভমানের পর, এদিন বিরাট কোহলি তাঁর ওয়ান ডে কেরিয়ারের 46 তম সেঞ্চুরি করলেন (Virat Kohli Hits 46th ODI Century) ৷ 85 বলে সেঞ্চুরি করেন রিবাট ৷ তবে, শুধুই সেঞ্চুরি নয় ৷ বহুদিন পর ম্যারাথান ইনিংস খেললেন মর্ডান ডে গ্রেট ৷ 110 বলে অপরাজিত 166 রান করলেন তিনি ৷ অন্যদিকে, ঘরের মাঠে সেঞ্চুরির সংখ্যায় এদিন সচিনকে পিছনে ফেললেন রান মেশিন ৷ ঘরের মাঠে সচিনের 20টি সেঞ্চুরি ৷ আজ বিরাট 21 নম্বর সেঞ্চুরি করলেন ৷
অন্যদিকে, শুভমানের এটি ওয়ান ডে কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ছিল (Shubman Gill Hits Century) ৷ তিরুঅনন্তপুরমে তৃতীয় ওডিআই-তে 97 বলে 116 রান করেছেন শুভমান ৷ ভারত 50 ওভারে 5 উইকেটে 390 রান করেছে ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোহিত এবং শুভমান ৷ রোহিত 49 বলে 42 রানে আউট হলেও, ভারতের ইনিংসে মজবুত ভিত তৈরি করে দিয়ে যান ৷ এর পর শুভমানকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ৷ শুভমানের পাশাপাশি, এদিন বিরাটকেও শুরু থেকেই আগ্রাসী দেখায় ৷