কলকাতা, 8 মে: ক্রিকেট এবং বলিউডের গাঁটছড়া নতুন নয় ৷ বাস্তব জীবনে যেমন উদাহরণ আছে, তেমনই রয়েছে রিল-লাইফে ৷ সেলিম দুরানি, সৈয়দ কিরমানি, রবি শাস্ত্রী, অজয় জাদেজা, কপিল দেব, মহিন্দর অমরনাথদের রুপোলি পর্দায় দেখা গিয়েছে ৷ বিজ্ঞাপনে ক্রিকেটাররা বিভিন্ন ব্র্যান্ড এনডোর্স করেন ৷ কিন্তু পর্দায় ক্রিকেটারদের নেপথ্যে কণ্ঠদানের নজির নেই সেই অর্থে ৷ সেদিক থেকে পথপ্রদর্শক হতে চলেছেন শুভমন গিল ৷ ভারতীয় দলের ওপেনারের গলা এবার শোনা যাবে জনপ্রিয় চরিত্র স্পাইডারম্যান ছবিতে ৷ হিন্দি ও পঞ্জাবি ভাষায় তাঁকে ডাবিং করতে শোনা যাবে ৷
ব্যাট হাতে চলতি আইপিএল-এ দারুণ ছন্দে শুভমন ৷ বাইশ গজের বাইরে গিয়ে এ বার রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করছেন ভারতীয় দলের ওপেনার ৷ যদিও, পর্দায় দেখা যাবে না তাঁকে ৷ তাঁর কণ্ঠস্বর শোনা যাবে ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’ ছবিতে ৷ ইতিমধ্যেই অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন ৷ এবার সিনেমায় কণ্ঠস্বর শোনা যাবে তাঁর ৷ যার ট্রেলারেই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে ৷
2021 সালে মুক্তি পেয়েছিল 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' ৷ এই ছবির সাফল্যের পর, ভক্তদের চাহিদার কথা মান্যতা দিয়ে স্পাইডার-ম্যান ইউনিভার্স ফের ফিরে আসছে ৷ প্রথম থেকেই জনপ্রিয় স্পাইডারম্যান ৷ আর সেখানে দর্শকরা উচ্ছ্বসিত। তবে শুধু শুভমন গিল নন ৷ এই ছবিতে স্পাইডারম্যানের চরিত্রে রয়েছেন ভারতীয় পবিত্র প্রভাকর ৷ এই ছবি একাধিক ভাষায় পুরো দেশে মুক্তি পাবে ৷ তবে হিন্দি এবং পঞ্জাবি সংস্করণে ক্রিকেটার শুভমন গিলের কণ্ঠ শোনা যাবে ৷ বাইশ গজের বাইরে অন্য জগতে নতুন ভূমিকায় আত্মপ্রকাশে দারুণ খুশি গিল ৷