পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shubman Gill Fined: আম্পায়ারিংয়ের সমালোচনা করে 115 শতাংশ জরিমানা শুভমনের

আম্পায়ারিংয়ের সমালোচনা করায় শাস্তির মুখে পড়লেন ভারতীয় ওপেনার ৷ ম্যাচ ফি'র 115 শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে ৷ পাশাপাশি, ভারতীয় দল ও সাপোর্ট স্টাফদের 100 শতাংশ করে ম্যাচ ফি কাটা হয়ে স্লো-ওভার রেটের কারণে ৷

Shubman Gill Fined ETV BHARAT
Shubman Gill Fined

By

Published : Jun 12, 2023, 2:42 PM IST

Updated : Jun 12, 2023, 2:50 PM IST

লন্ডন, 12 জুন: শুভমন গিলকে ম্যাচ ফি-র 115 শতাংশ জরিমানা করল আইসিসি ৷ ম্যাচের চতুর্থদিনে দ্বিতীয় ইনিংসে তৃতীয় আম্পায়ারের ক্যাচ আউটের সিদ্ধান্তের সমালোচনা করায় এই জরিমানা করা হয়েছে পঞ্জাব ব্যাটারকে ৷ তবে, পুরো 115 শতাংশ জরিমানা এর জন্য নয় ৷ আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় শুভমনের মাত্র 15 শতাংশ জরিমানা হয়েছে ৷ বাকি 100 শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে স্লো-ওভার রেটের জন্য ৷ তবে, একা শুভমনের নয় ৷ বরাদ্দ সময়ে 5 ওভার কম করায়, একশো শতাংশ ফাইন হয়েছে বিরাট, রোহিত-সহ সকলের ৷ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও 80 শতাংশ করে ম্যাচ ফি কাটা গিয়েছে ৷

চতুর্থদিনে ভারতের দ্বিতীয় ইনিংসে তৃতীয় স্লিপে বাঁ-দিকে ডাইভ দিয়ে শুভমনের ক্যাচ ধরেন ক্যামরন গ্রিন ৷ যে ক্যাচ নিয়ে তোলপাড় হয় ক্রিকেটমহল ৷ একাংশের বক্তব্য তৃতীয় আম্পায়ার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ৷ আবার একাংশের দাবি আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই তালিকায় স্বয়ং শুভমন গিল নিজেও রয়েছেন ৷ তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ এরপর ড্রেসিংরুমে গিয়ে ক্যাচের ভিডিয়ো স্ক্রিনশট নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভমন ৷

ক্যাপশনে আতস কাঁচের ছবি দেন শুভমন ৷ স্পষ্টত আম্পায়ার যে ফ্রেম ফ্রিজ ও জুম না-করে সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই বিষয়টি তুলে ধরেন শুভমন গিল ৷ আর তাই আইসিসি-র বিধানের 2.7 ধারা উল্লঙ্ঘন করায় শুভমনের 15 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে ৷ সেই সঙ্গে ভারতীয় দলের সকলের 100 শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে স্লো-ওভার রেটের কারণে ৷ ম্যাচে 5 ওভার কম করেছেন ভারতীয় বোলাররা ৷ তাই প্রতি ওভার পিছু 20 শতাংশ করে জরিমানা করা হয়েছে ৷

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে বিরাট আউট হতেই ট্রোলের শিকার অনুষ্কা, পাশে ভক্তরা

একইভাবে অস্ট্রেলিয়া দল ম্যাচে ওভার রেটে, 4 ওভার করে পিছিয়ে ছিল ৷ তাই প্যাট কামিন্স এবং সাপোর্ট স্টাফ-সহ বাকি অস্ট্রেলিয়া দলের 80 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে ৷ তবে, শুভমন গিলের উপর অতিরিক্ত 15 শতাংশ জরিমানা করা হয়েছে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় ৷ এ দিন আইসিসি-র ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷

Last Updated : Jun 12, 2023, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details