নয়াদিল্লি, 8 নভেম্বর:বিশ্বকাপ অভিষেক হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন ৷ ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপের স্বপ্নটাই শেষ হতে বসেছিল শুভমন গিলের জন্য ৷ তবে দলে ফিরেই যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার ৷ প্রথম বিশ্বকাপে ইতিমধ্যেই দু'টি হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন তিনি ৷ আর আইসিসি ব়্যাংকিংয়েও বাবর জমানার অবসান ৷ বুধবার প্রকাশিত নয়া ব়্যাংকিংয়ে বাবর আজমকে সরিয়ে একদিনের ক্রিকেটে পয়লা নম্বর ব্যাটারের জায়গাটা দখল করে নিলেন গিল ৷
চলতি বিশ্বকাপটা তেমন ভালো যাচ্ছিল না পাকিস্তানের জন্য় ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে পাক ব্যাটিং, বোলিং এবং বাবরের অধিনায়কত্ব নিয়েও ৷ পরপর পরাজয়ের আঘাত পেরিয়ে ইদানিং অবশ্য জয়ে ফিরেছে দল ৷ ব্যক্তিগতভাবে বাবরের পারফরম্যান্সও বেশ ভালো ৷ গত ম্যাচেও তাঁর ব্যাট থেকে এসেছে ম্যাচ জেতানো অর্ধশতরান ৷ তবে আইসিসি ব়্যাংকিংয়ের মসনদটা হাতছাড়া হল পাক অধিনায়কের ৷
অন্যদিকে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ব়্যাংকিংয়ে শীর্ষস্থান অধিকার করলেন গিল ৷ ডানহাতি ব্যাটার যোগ দিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং এমএস ধোনিদের এলিট ক্লাবে ৷ চলতি বিশ্বকাপে ভারতের ফার্স্ট চয়েস ওপেনার ছিলেন শুভমনই ৷ কিন্তু অসুস্থতার কারণে তাঁকে দু'টি ম্যাচ মাঠের বাইরেই কাটাতে হয় ৷ যেভাবে তিনি ক্রিকেট ফিল্ডে আবার কামব্যাক করেন তার প্রশংসা করেছেন কোচ রাহুল দ্রাবিড়ই ৷ তিনি নিজেও স্বীকার করেন এই ধরনের অসুখ শরীরকে দুর্বল করে দেয় ৷ তাই ফিরে আসাটা মোটেই সহজ নয় ৷ কিন্তু গিল করে দেখিয়েছেন ৷
আরও পড়ুন : ম্যাথিউজের 'টাইমড আউট' নিয়ে কলকাতার পর দিল্লি পুলিশের টুইট
6টি ইনিংসে বিশ্বকাপে গিলের সংগ্রহ 219 রান ৷ তার মধ্যে রয়েছে দু'টি অর্ধশতরান ৷ প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে 53 রানের ইনিংস খেলেন তিনি ৷ আর তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও 92 রান আসে তাঁর ব্যাটে ৷ অন্যদিকে 8 ম্যাচে বাবর করেছেন 282 রান ৷ সম্প্রতি 49তম শতরান পূর্ন করা ব্যাটার বিরাট কোহলি রয়েছেন চতুর্থ স্থানে ৷ তাঁর ঠিক আগেই রয়েছেন চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত 543 রান সংগ্রহ কুইন্টন ডি'কক ৷ 11তম স্থানে রয়েছেন আফগান বাহিনীর গত ম্যাচের ট্র্যাজিক নায়ক ইব্রাহিম জাদরান ৷