হায়দরাবাদ, 18 জানুয়ারি:নভেম্বরে নিউজিল্যান্ড সফরে বৃষ্টিবিঘ্নিত একটি ম্যাচে তাঁর দুরন্ত ক্যামিও দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রবি শাস্ত্রী ৷ জাতীয় দলের প্রাক্তন কোচ তাঁকে বলেছিলেন, দীর্ঘসময়ের জন্য ভারতীয় দলে থাকতে এসেছে ও ৷ 'শাস্ত্রীয় বচন' যে অমূলক নয়, তা সীমিত ওভার ফরম্যাটে হামেশাই বোঝাচ্ছেন শুভমন গিল (Shubman Gill) ৷ বুধবার যেন আরও বেশি করে বোঝালেন ৷ পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই ডাবল সেঞ্চুরি এল 23 বছরের শুভমনের ব্যাটে ৷ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ডাবল টন হাঁকিয়ে একগুচ্ছ রেকর্ডের মালিকও হলেন লখনউ সুপার জায়ান্ট ব্যাটার (Shubman Gill breaks multiple records scoring a double ton against NZ)৷
কনিষ্ঠ ব্যাটার হিসেবে দ্বিশতরান:আগে এই নজিরটি যাঁর নামে ছিল তিনি এই গিলেরই সতীর্থ ঈশান কিষাণ (Gill breaks Ishan Kishan record) ৷ 24 বছর 145 দিন বয়সে গত মাসে বাংলাদেশ সফরে দ্বিশতরান করে কনিষ্ঠ ব্যাটার হিসেবে দ্বিশতরানের রেকর্ড গড়েছিলেন ঝাড়খণ্ডের ব্যাটার ৷ একমাসের সামান্য বেশি সময়ে গিল ভেঙে দিলেন সতীর্থের রেকর্ড ৷ 23 বছর 132 দিনে ডাবল সেঞ্চুরি এল তাঁর ব্যাটে ৷
দ্রুততম ভারতীয় হিসেবে 1 হাজার রান:এদিন দ্বিশতরান হাঁকানোর পথে অনন্য এই নজিরটি গড়ে ফেলেন গিল ৷ এদিন শতরান পূর্ণ করার কিছু পরেই ওয়ান-ডে ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় ওপেনার ৷ মাত্র 19 ইনিংসে হাজার রান পূর্ণ করে দ্রুততম ভারতীয় হিসেবে এই মাইলফলক ছুঁলেন গিল ৷ ভেঙে দিলেন 24 ইনিংসে হাজার রান স্পর্শ করা বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের নজির (Gill breaks Virat Kohli and Shikhar Dhawan record) ৷